বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সংসার যবে মন কেড়ে লয়
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: পূজা:
৪৭৯
সংসার যবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ,
তখনো, হে নাথ, প্রণমি তোমায় গাহি বসে তব গান ॥
অন্তরযামী, ক্ষমো সে আমার শূন্য মনের বৃথা উপহার-
পুষ্পবিহীন পূজা-আয়োজন, ভক্তিবিহীন তান ॥
ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে, আশা করি প্রাণপণে—
নিবিড় প্রেমের সরস বরষা যদি নেমে আসে মনে।
সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি
তোমার অমৃতে,
এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান ॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
-
খ .
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, নৈবেদ্য (১৩০৮
বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২০০-২০১]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড,
তৃতীয়
সংস্করণ ( বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩),
পর্যায়: পূজা
৪৭৯ উপবিভাগ:
বিবিধ-১০৪, পৃষ্ঠা:
১৮৯ । [ নমুনা]
-
নৈবেদ্য
-
(আষাঢ় ১৩০৮ বঙ্গাব্দ)। ৬ষ্ঠ গান।
-
রবীন্দ্ররচনাবলী অষ্টম খণ্ড (বিশ্বভারতী)।
পৃষ্ঠা ১১।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)
।
ভৈরবী-একতালা। কা
ঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল
।
-
বৈতালিক (চৈত্র ১৩৩৫ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান সপ্তবিংশ (২৭) খণ্ডের ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ১৯।
-
পত্রিকা:
-
সঙ্গীত-প্রকাশিকা (অগ্রহায়ণ ১৩১৬ বঙ্গাব্দ)।
-
রেকর্ডসূত্র:
-
প্রকাশের
কালানুক্রম: 
গানটি
রবীন্দ্রনাথের ৪০ বৎসর ২ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
মাঘ ১৩০৯
বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ]
৭৩তম মাঘোৎসবের সকালের
অধিবেশনে এই গানটি পরিবেশিত হয়েছিল।
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি
:
-
স্বরলিপি:
[স্বরলিপি]
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন। ব্রহ্মসঙ্গীত। স্বরবিতান-১
দিনেন্দ্রনাথ ঠাকুর। বৈতালিক
স্বরবিতান-২৭ '
এ
গৃহীত স্বরলিপিটি কার,
তা স্পষ্ট নয়।
-
সুর ও তাল:
-
স্বরবিতান সপ্তবিংশ (২৭)
খণ্ডে ( বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ
রয়েছে ভৈরবী ও একতাল।
-
রাগ :
ভৈরবী। তাল : একতাল।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৮০
-
রাগ: ভৈরবী। তাল :
একতাল। [রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা:
১৩৯।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
গ্রহস্বর:
দা।
-
লয়:
ঈষৎ দ্রুত।