মাঘোৎসব ত্রিসপ্ততি (৭৩)
রবিবার, ১১ মাঘ ১৩০৯ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ]

এই উৎসবে সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হয়। এর ভিতরে ৯টি গান সকালের অধিবেশনে আদি ব্রাহ্মসমাজ গৃহে পরিবেশিত হয়। বাকি ১৪টি গান পরিবেশিত হয়েছিল সন্ধ্যার উপাসনায়, মহর্ষিভবনে। এই গানগুলোর ভিতরে নতুন গান ছিল ১২টি। উল্লেখ্য নিচের তারকাচহ্নিত গানগুলো নতুন গান ছিল।

প্রশান্তকুমার পাল তাঁর রবিজীবনী পঞ্চম খণ্ড  (১৪১৪ মুদ্রণ, পৃষ্ঠা : ১০৬)-এ এই সময়ের লিখিত গানগুলোর প্রেক্ষাপট সম্পর্কে লিখেছেন- 'গান-নির্বাচনে রবীন্দ্রনাথের সমকালীন মানসিকতাই প্রতিফলিত, মৃণালিনী দেবীর অকালমৃত্যু-জনিত সন্তাপ অধিকাংশ গানেই ধ্বনিত হয়েছে।

সকালের অধিবেশন। স্থান : আদি ব্রাহ্মসমাজ গৃহ

১. পান্থ, এখনো কেন অলসিত অঙ্গ [পূজা-২৭৯] [তথ্য]
২.স্বপন যদি ভাঙিলে রজনীপ্রাতে [পূজা-২৭৬] [তথ্য]
৩. মনোমোহন, গহন যামিনীশেষে [পূজা-২৭৮] [তথ্য]
৪. আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে [পূজা-২৪৮] [তথ্য]
৫. দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে [পূজা-২৮০] [তথ্য]
৬. আনন্দ তুমি স্বামি, মঙ্গল[পূজা-২৪০] [তথ্য]
৭. সংসার যবে মন কেড়ে লয়[পূজা-৪৭৯] [তথ্য]
৮. যদি এ আমার হৃদয়দুয়ার [পূজা-১০২] [তথ্য]
৯. তোমার পতাকা যারে দাও [পূজা-২৩১] [তথ্য]
সন্ধ্যাবেলার অধিবেশন । স্থান : মহর্ষিভবন
১. ঘাটে বসে আছি আনমনা [পূজা-১৭৪] [তথ্য]
২. সংসারে তুমি রাখিলে মোরে যে ঘরে [পূজা-১০৭] [তথ্য]
৩. অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায় [পূজা-৫৯৫] [তথ্য]
৪. শান্তি করো বরিষন নীরব ধারে [পূজা-৪১০] [তথ]
৫. এ ভারতে রাখো নিত্য,প্রভু [স্বদেশ-৩৫] [তথ্য]
৬. দুয়ারে দাও মোরে রাখিয়া [পূজা-১১৭] [তথ্য]
৭. মন্দিরে মম কে আসিলে হে[পূজা-৪৬০] [তথ্য]
৮. বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর [পূজা-২৭৭] [তথ্য]
৯. শূন্য হাতে ফিরি, হে [পূজা--৪০০] [তথ্য]
১০. নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা [পূজা-১৭৬ [তথ্য]
১১. আমারে করো জীবনদান [পূজা ও প্রার্থনা ৫৯] [তথ্য]
১২. তোমার অসীমে প্রাণমন লয়ে [পূজা-৫৯৬] [তথ্য]
১৩. গভীর রজনী নামিল হৃদয়ে [পূজা-২৫৬] [তথ্য]
১৪. শান্ত হ রে মম চিত্ত নিরাকুল [পূজা-২৬৩] [তথ্য]