১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের
'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল
।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা
পর্যায়ের
জাগরণ
উপবিভাগের ১৭ সংখ্যক গান
হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৮০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে
অখণ্ড গীতবিতানের তৃতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি: শৈলজারঞ্জন
মজুমদার। [ ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ১ম ভাগ দিনেন্দ্রনাথ ঠাকুর। বৈতালিক
(চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ) থেকে স্বরবিতান ২৭-এ গৃহীত হয়েছে]
-
পর্যায়:
-
বিষয়াঙ্গ:
পূজা
(জাগরণ)।
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
-
খেয়ালাঙ্গ।
- এটি একটি ভাঙা গান।
মূল গান : সরফর্দা। আড়াঠেকা।
রঙ্গরাতি মাতিয়া আবে পিয়া
বাত কহত ইতরাত
আবে পিয়া
॥
অজহু সহ নীঁদ পিয়া নৈনা রতনারে
চাল চলত ইতরাত আবে পিয়া
॥
সঙ্গীত মঞ্জরী
দ্র:
রবীন্দ্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা ৩য় ভাগ। প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা
৭১-৭২।
-
রাগ:
-
সরফর্দা।
-
[স্বরবিতান-৬০'এ
গৃহীত গানটির স্বরলিপিতে