বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
শান্ত হ রে মম চিত্ত নিরাকুল
পাঠ ও পাঠভেদ:

শান্ত হ রে মম চিত্ত নিরাকুল, শান্ত হ রে ওরে দীন !

   হেরো চিদম্বরেঙ্গলে সুন্দরে সর্বচরাচর লীন

শুন রে নিখিলহৃদয়নিস্যন্দিত শূন্যতলে উথলে জয়সঙ্গী,

   হেরো বিশ্ব চিরপ্রাণতরঙ্গিত নন্দিত নিত্যনবীন

   নাহি বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ সুখ তাপ-

   নির্মল নিষ্কল নির্ভয় অক্ষয়, নাহি জরা জ্বর পাপ।

চির নন্দ, বিরাম চিরন্তন, প্রেম নিরন্তর, জ্যোতি নিরঞ্জন-

       শান্তি নিরাময়, কান্তি সুনন্দন,

             সান্ত্বন অন্তহীন