বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: শান্ত হ রে মম চিত্ত নিরাকুল
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী,
কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ২৬৩ সংখ্যক গান। উপবিভাগ
আত্মবোধন ৫,
শান্ত হ রে মম চিত্ত নিরাকুল,
শান্ত হ
রে ওরে দীন !
হেরো
চিদম্বরে মঙ্গলে সুন্দরে সর্বচরাচর
লীন
॥
শুন রে
নিখিলহৃদয়নিস্যন্দিত শূন্যতলে উথলে জয়সঙ্গীত,
হেরো
বিশ্ব চিরপ্রাণতরঙ্গিত নন্দিত নিত্যনবীন
॥
নাহি বিনাশ বিকার বিশোচন, নাহি দুঃখ সুখ তাপ—
নির্মল
নিষ্কল নির্ভয় অক্ষয়,
নাহি জরা জ্বর
পাপ।
চির আনন্দ, বিরাম চিরন্তন, প্রেম নিরন্তর, জ্যোতি নিরঞ্জন—
শান্তি নিরাময়,
কান্তি সুনন্দন,
সান্ত্বন অন্তহীন
॥
RBVBMS 426 (i)
[নমুনা]
ক. রচনাকাল ও স্থান: মজুমদার
পুঁথিতে এই ২৯ ভাদ্রের পরের এমন কিছু গান পাওয়া যায়, যে গানগুলোর সাথে
তারিখ পাওয়া যায় না। স্বরবিতান চতুর্থ খণ্ড থেকে জানা যায়- গানটি
স্বরলিপি-সহ 'সঙ্গীত-প্রকাশিকা' পত্রিকার 'শ্রাবণ ১৩০৯' সংখ্যায় প্রকাশিত
হয়েছিল। এই সূত্রে ধারণা করা যায়, গানটি রবীন্দ্রনাথ এই বছরের আষাঢ় মাসে
রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৫ বৎসর ২ মাস।
[রবীন্দ্রনাথের ৩৫ বৎসর বয়সের রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
- গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী ঝিঁঝিট-
তাল ঠুংরি।
পৃষ্ঠা: ৩৫৮-৩৫৯]
[নমুনা: প্রথমাংশ,
শেষাংশ]
-
দ্বিতীয়
সংস্করণ [ইন্ডিয়ান প্রেস
(১৯০৯ খ্রিষ্টাব্দ,
১৩১৬ বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী ঝিঁঝিট- তাল ঠুংরি। পৃষ্ঠা: ৩৪১। [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৪১]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়:
পূজা, উপবিভাগ:
আত্মবোধন
৫,
পৃষ্ঠা: ১১০]
[নমুনা]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (
বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়:
পূজা: ২৬৩,
উপবিভাগ:
আত্মবোধন ৫।
-
গীতিচর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২, গান সংখ্যা ৯৬,পৃষ্ঠা: ৭৩-৭৪]
[নমুনা:
প্রথমাংশ ,
শেষাংশ]
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিসিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ, ১৯১৪ খ্রিষ্টাব্দ। পৃষ্ঠা: ৮০-৮১]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
ঝিঁঝিট-ঠুংরি। কাঙ্গালীচরণ সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৪-৪৫।
[নমুনা]
- পত্রিকা:
প্রকাশের কালানুক্রম: এই গানটি
প্রথম প্রকাশিত হয়
সঙ্গীত প্রকাশিকার 'শ্রাবণ ১৩০৯ বঙ্গাব্দ' সংখ্যায়। ১৩০৯ বঙ্গাব্দের ১১ই মাঘ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ]
৭৩তম
মাঘোৎসবের সন্ধ্যার অধিবেশনে এই গানটি পরিবেশিত হয়েছিল। এই সূত্রে
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১৩০৯ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত
হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
দশম খণ্ড (১৩২৩ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১৩১১ বঙ্গাব্দ),গান
প্রথম সংস্করণ
(১৩১৫
বঙ্গাব্দ),
গান
দ্বিতীয়
সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ) ও
গীতিচর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে,
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম
ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল
।
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত হয়েছিল
গীতবিতানের
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
আত্মবোধন উপবিভাগের পঞ্চম গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৬৩ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ
সেন।
[স্বরবিতান-৪ এর ১২৮
পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে-
'ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি
১ (মাঘ
১৩১১) ও
স্বরবিতান
৪ (চৈত্র ১৩৪৬)। কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপি: কাহারবা স্থলে
২।২।২।২ মাত্রা ছন্দে ঠুংরি তালে স্বরলিপি মুদ্রিত।'
কিন্তু
স্বরবিতান চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত মূল স্বরলিপির উপরে রাগ তালের
উল্লেখ আছে- 'ঝিঁঝিট। কাহারবা'। এই স্বরলিপিটির স্বরলিপিকার সম্পর্কে
বিশেষ কিছু জানা যায় না।]
-
পর্যায়:
-
সুরাঙ্গ:
-
রাগ:
- ঝিঁঝিট।
- [স্বরবিতান
চতুর্থ খণ্ডের (মাঘ ১৪১২) গৃহীত গানটির স্বরলিপিতে রাগের নাম হিসেবে ঝিঁঝিট
-এর উল্লেখ রয়েছে।]
- [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৭৮]
-
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১৩৫]
[ঝিঁঝিট
রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
তাল:
-
কাহারবা।
-
[স্বরবিতান
চতুর্থ খণ্ডের (মাঘ ১৪১২) গৃহীত গানটির স্বরলিপিতে তালের নাম ঝিঁঝিট ও কাহারবা -এর
উল্লেখ রয়েছে।
]
-
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৭৮]
-
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১৩৫]
[কাহারবা
তালে নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর:
রা।
লয়: মধ্য।