বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বাজাও তুমি কবি,
তোমার সঙ্গীত
সুমধুর
পাঠ ও পাঠভেদ:
বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর
গম্ভীরতর তানে প্রাণে মম—
দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নির্ঝর তব পায়ে ॥
বিসরিব সব সুখ-দুখ, চিন্তা, অতৃপ্ত বাসনা—
বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব-মাঝে
অনুখন আনন্দবায়ে
॥
পাওয়া যায় নাই।
ক.
রচনাকাল ও স্থান:
সুনির্দিষ্টভাবে রচনার
তারিখ জানা যায় না। উল্লেখ্য,
১৩০৯ বঙ্গাব্দের ১১ মাঘ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ]
মাঘোৎসব (৭৩)
সাংবৎসরিক মাঘোৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায়
রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হয়। এর ভিতরে ৯টি গান সকালের
অধিবেশনে আদি ব্রাহ্মসমাজ গৃহে পরিবেশিত হয়। বাকি ১৪টি গান পরিবেশিত হয়েছিল
সন্ধ্যার উপাসনায়, মহর্ষিভবনে। এই গানগুলোর ভিতরে এই গানটি-সহ নতুন গান ছিল ১২টি।
এই সময়
রবীন্দ্রনাথের
বয়স ছিল ৪১ বৎসর ৭-৮ মাস।
[
রবীন্দ্রনাথের ৪১ বৎসর বয়সের রচিত গানের তালিকা
]
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা ২৯৭ [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার-সুরফাঁক্তা। পৃষ্ঠা: ৩৫৮] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী বাহার- তাল সুরফাঁক্তা।
উল্লেখ্য, ব্রহ্মসঙ্গীত অংশে গানটি ৩৪১ এবং ৩৬৩ পৃষ্ঠায়
দুই বার মুদ্রিত হয়েছে।
পৃষ্ঠা: ৩৪১ ও ৩৬৩।
[নমুনা:
প্রথম,
দ্বিতীয়]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৪০] [নমুনা]
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) নবম গান। বাহার-সুরফাঁক্তা। পৃষ্ঠা: ৩০-৩১। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২৪ শকাব্দ, ১৩০৯ বঙ্গাব্দ)। বাহার-সুরফাঁকতাল। পৃষ্ঠা: ১৭৪। [নমুনা]
প্রকাশের কালানুক্রম: ১৩০৯ বঙ্গাব্দের ১১ই মাঘে সাংবৎসরিক মাঘোৎসব (৭৩) অনুষ্ঠিত হয়। এই সূত্রে গানটি তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১৩০৯ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো- কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ), গান প্রথম সংস্করণ (১৩১৫ বঙ্গাব্দ), গান দ্বিতীয় সংস্করণ (১৩১৬ বঙ্গাব্দ), ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ) ও কাব্যগ্রন্থ দশম খণ্ড (১৩২৩ বঙ্গাব্দ)।
এরপর ১৩৩৮ বঙ্গাব্দে গানটি
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর ১৩৪৮
বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ জাগরণ-এর
১৪
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৭৭ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড
গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
মূল গান : বাহার-সুরফাঁকতাল (মধ্যগতি)।
আয়ে ঋতুপতি বসন্তরাজ সকল দল সাজন কর
বোল কোয়লিয়া জব শুনত শ্রবণ কূহুরব মো মন ভর পায়ে ॥
প্রফুলিত সব বন ঘন চ প্রফুলিত সব বন ঘন চম্পা বকুল বেল রি
জব অতি সুগন্ধ পবন মন্দ মন্দ অলিকুল ব্যাকুল ভয়ে॥
[সঙ্গীত-মঞ্জরী] -অলিআশ
দ্র:
রবীন্দ্রসঙ্গীত
গবেষণা গ্রন্থমালা ৩য় ভাগ। প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২৮।