বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর

পাঠ ও পাঠভেদ:

বাজাও তুমি কবি, তোমার সঙ্গীত সুমধুর

ম্ভীরতর তানে প্রাণে মম—

দ্রব জীবন ঝরিবে ঝর ঝর নির্ঝর তব পায়ে

বিসরিব সব সুখ-দুখ, চিন্তা, অতৃপ্ত বাসনা—

বিচরিবে বিমুক্ত হৃদয় বিপুল বিশ্ব-মাঝে

              অনুখন আনন্দবায়ে