বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
স্বপন যদি ভাঙিলে রজনীপ্রাতে
পাঠ ও পাঠভেদ:
স্বপন যদি ভাঙিলে রজনীপ্রাতে
পূর্ণ করো হিয়া মঙ্গলকিরণে॥
রাখো মোরে তব কাজে,
নবীন করো এ জীবন হে॥
খুলি
মোর গৃহদ্বার ডাকো তোমারি ভবনে হে
॥
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ]
ব্রহ্মসঙ্গীত। রামকেলি-একতালা। পৃষ্ঠা: ৩৬৩।
[নমুনা]
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান
প্রেস
১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রামকেলি-একতালা। পৃষ্ঠা: ২৫৭] [নমুনা
]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৪৫]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী,
মাঘ ১৩৪৮, পর্যায়:
পূজা, উপবিভাগ:
জাগরণ ১৩,
পৃষ্ঠা: ১১৪-১১৫]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা: ২৭৬। উপ-বিভাগ:
জাগরণ
-১৩।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান।
পৃষ্ঠা: ১৬৫] । গান।
[নমুনা]
স্বরবিতান ত্রিষষ্টিতম
(৬৩)
খণ্ডের (বিশ্বভারতী, মাঘ ১৪১২), ২
সংখ্যক
গান,
পৃষ্ঠা ৯-১১।
পত্রিকা:
তত্ত্ববোধিনী [ফাল্গুন
১৮২৪ শকাব্দ, ১৩০৯ বঙ্গাব্দ।
রামকেলী-একতালা। পৃষ্ঠা: ১৬৩।
[নমুনা]
রেকর্ডসূত্র: ১৯১৫ খ্রিষ্টাব্দের ভিতরে গ্রামোফোন কোম্পানি এই
গানের দুটি রেকর্ড প্রকাশ করেছিল। রেকর্ড দুটি হলো
শিল্পী কৃষ্ণভামিনী। রেকর্ড নম্বর
RBVBMS 426 (i)
[নমুনা]
[রবীন্দ্রনাথের ৪১ বৎসর অতিক্রান্ত বয়সের তালিকা]
[নমুনা]
শিল্পী রাধিকাপ্রসাদ গোস্বামী। রেকর্ড নম্বর 13-12164/13-1216 । পরবর্তী নং P 2175 ।
প্রকাশের কালানুক্রম: ১১ মাঘ ১৩০৯ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ] ৭৩তম মাঘোৎসবের সকালের অধিবেশনে এই গানটি পরিবেশিত হয়েছিল।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের
'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল
।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ উপবিভাগের ১৩ সংখ্যক গান
হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৭৬ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
স্বরলিপিকার:
রাধিকাপ্রসাদ গোস্বামী-কর্তৃক গীত গ্রামোফোন রেকর্ড অবলম্বনে শ্রীবিদ্যাধর
ব্যাঙ্কটশ ওয়ঝলওয়ার স্বরলিপি প্রস্তুত করেন। স্বরবিতান
৬৩-এর ৪৩ পৃষ্ঠা থেকে জানা
যায় যে–
শ্রীবিদ্যাধর ব্যাঙ্কটশ ওয়াঝলওয়ার-কৃত স্বরলিপিটি, আনুষ্ঠানিক দ্বিতীয়
খণ্ড
(স্বরলিপি গ্রন্থ) থেকে
সংকলিত হয়েছে। গানটির প্রথম অন্তরার
অনুরূপ সুরে দ্বিতীয়
অন্তরা : 'খুলি মোর গৃহদ্বার... ভবনে' অংশটুকু
গ্রামোফোন রেকর্ডে গীত হয় নাই।
এর
স্বরলিপি প্রথম অন্তরা অনুসারে করা হয়েছে।
সুর ও তাল:
স্বরবিতান ত্রিষষ্টিতম (৬৩) খণ্ডে (বিশ্বভারতী, মাঘ ১৪১২) গৃহীত গানটির স্বরলিপির পাদদেশে রাগ-তালের নাম উল্লেখ করে লেখা আছে যে, "১ রামকেলী। ২ একতাল। সম্পূর্ণ গানটি ঢালাভাবে গাহিবারও রীতি আছে"।
রাগ : রামকেলী। তাল : একতাল [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮৩।
রাগ: রামকেলী। তাল: ঢালা, একতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৪৩।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: পা।
লয়: মধ্য।