রবীন্দ্রসঙ্গীতের সাথে সম্পর্কিত গ্রন্থাবলী ও পত্রিকা
 


স্বরবিতান-৬৩


 
এই স্বরবিতানের 'মাঘ ১৩৪২'-এ মুদ্রিত পাঠানুসারে  গৃহীত গান এবং অন্যান্য তথ্যাদি নিচে দেওয়া হলো।

 

   

স্বরবিতান ত্রিষষ্টিতম খণ্ড।
        প্রথম প্রকাশ : শ্রাবণ ১৩৯৮
বঙ্গাব্দ।
        পুনর্মুদ্রণ বৈশাখ ১৪০৫
                   মাঘ ১৪১২

এই স্বরবিতানের ৪৪ পৃষ্ঠায়
গৃহীত গানের স্বরলিপি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়াদি সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা তুলে ধরা হলো।

স্বরবিতান ত্রিষষ্টিতম খণ্ডে চৌদ্দটি গানের স্বরলিপি সংকলিত। ইহার মধ্যে ১ ও ৪ সংখ্যক গানের স্বরলিপি সাহানা দেবী কৃত ও পাণ্ডুলিপি হইতে মুদ্রিত। -পাণ্ডুলিপি সাহানা দেবী কর্তৃক শ্রীতড়িৎ চৌধুরীকে উপহৃত, এবং শ্রীতড়িৎ চৌধুরীর সৌজন্যে শ্রীপ্রফুল্লকুমার দাস কর্তৃক সংগৃহীত। ৬-৭, ৯ ও ১১ সংখ্যক গানের স্বরলিপি যথাক্রমে বিশ্বভারতী পত্রিকা বৈশাখ-আষাঢ় ১৩৭৪, মাঘ-চৈত্র ১৩৭৬, মাঘ-চৈত্র ১৩৭২, মাঘ-চৈত্র ১৩৭১ সংখ্যায় প্রকাশিত। ৮ ও ১২ সংখ্যক গান যথাক্রমে শ্রীশৈলজারঞ্জন মজুমদার রচিত পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি প্রকাশিত রবীন্দ্রসংগীত চিন্তা (অক্টোবর ১৯৮৯) এবং শান্তিনিকেতন আশ্রমিক সংঘ-কর্তৃক প্রচারিত অগ্নিরক্ষা (৭ পৌষ ১৩৯১) গ্রন্থে প্রথম প্রকাশিত। ১৩-সংখ্যক গানের শ্রীশৈলজারঞ্জন মজুমদার কৃত স্বরলিপি উত্তরসূরী পত্রিকা বৈশাখ-আষাঢ় ১৩৬৬ সংখ্যায় প্রকাশিত। ১৪-সংখ্যক গানের স্বরলিপি শ্রীশান্তিদেব ঘোষ-কৃত এবং আনন্দবাজার শারদীয়া ১৩৪৮ সংখ্যা হইতে সংকলিত। এই গানের সুরান্তর-পাঠান্তর-সংবলিত স্বরলিপি শ্রীশৈলজারঞ্জন মজুমদারের পাণ্ডুলিপি হইতে মুদ্রিত। ৫-সংখ্যক গানের দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি পল্লী-বাণী পত্রিকার আশ্বিন ১৩২৬ সংখ্যায় প্রকাশিত; লণ্ডন ইণ্ডিয়া অফিস লাইব্রেরি হইতে শ্রীঅরবিন্দ ভট্টাচার্য-কর্তৃক সংগৃহীত এবং তাঁর সৌজন্যে বিশ্বভারতী পত্রিকায় মুদ্রিত। গানটি গীতালির অন্তর্গত যে থাকে থাক্‌-না দ্বারে-র (স্বরবিতান ৪৪) মূল পাঠ, যাহা মুদ্রিত পাঠ হইতে বহুলাংশে স্বতন্ত্র। ৩ ও ১০ সংখ্যক গানের স্বরলিপি যথাক্রমে শান্তিনিকেতন রবীন্দ্রভবন ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত টেপ রেকর্ডে-ধৃত সাহানা দেবী-গীত সুর অবলম্বনে প্রস্তুত করা হইয়াছে। স্বরলিপি প্রস্তুত করেন শ্রীপ্রফুল্লকুমার দাস। ১০-সংখ্যক গান ইতিপূর্বে স্বরলিপি-সংবলিত শাপমোচন (ফাল্গুন ১৩৭১) গ্রন্থে মুদ্রিত। ২-সংখ্যক গানের স্বরলিপি রাধিকাপ্রসাদ গোস্বামী-কর্তৃক গীত গ্রামোফোন রেকর্ড অবলম্বনে শ্রীবিদ্যাধর ব্যঙ্কটেশ ওয়ঝলওয়ার কৃত। আনুষ্ঠানিক দ্বিতীয় খণ্ড (স্বরলিপি গ্রন্থ) হইতে সংকলিত। গানটির প্রথম অন্তরার অনুরূপ সুরের দ্বিতীয় অন্তরাঃ 'খুলি মোর গৃহদ্বার... ভবনে' উক্ত গ্রামোফোন রেকর্ডে গীত হয় নাই; উহার স্বরলিপি প্রথম অন্তরা অনুসারে সন্নিবিষ্ট।

গানের পাঠভেদ-সম্পর্কিত সিদ্ধান্তে শ্রীকানাই সামন্ত ও শ্রীশঙ্খ ঘোষ মহাশয়ের উপদেশ গ্রহণ করা হইয়াছে।

এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির রচনাকাল, প্রকাশকাল ও পাঠভেদ বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যগুলি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীসুভাষ চৌধুরী।

 শ্রাবণ ১৩৯৮

স্বরলিপি সূচি

অনন্তের বাণী তুমি, বসন্তের মাধুরী-উৎসবে [প্রকৃতি-১৯৫] [তথ্য]

জি দক্ষিণপবনে [প্রেম-২২৭] [তথ্য]

আমরা দূর আকাশের নেশায় মাতাল [নাট্যগীতি-১২৭] [তথ্য]

এসেছিনু দ্বারে তব শ্রাবণরাতে [প্রকৃতি-১৩৪] [তথ্য]
ওগো স্বপ্নস্বরূপিণী [প্রেম-২৩৩] [তথ্য]

কে জানিত তুমি ডাকিবে আমার [পূজা-৪৯৭,পূজা ও প্রার্থনা-৬৫] [তথ্য] [নমুনা]
কেন আর মিথ্যে আশা
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা [নাট্যগীতি-১৩২] [তথ্য]
দিন ফুরালো হে সংসারী [পূজা-৫১২] [তথ্য] [নমুনা]
দোষী করিব না [প্রেম-২৩৭] [তথ্য]

বড়ো বিস্ময় লাগে [প্রেম ও প্রকৃতি ৫৩] [তথ্য]

বাণী মোর নাহি [প্রেম-২২৬] [তথ্য]

যাওয়া-আসারই এই কি খেলা [পূজা ও প্রকৃতি-৭৮] [তথ্য]
স্বপন যদি ভাঙিলে রজনীপ্রাতে [পূজা-২৭৬] [তথ্য] [নমুনা]