বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
এ ভারতে রাখো নিত্য,
প্রভু,
তব শুভ আশীর্বাদ
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ: স্বদেশ
পর্যায়ের ৩৫
সংখ্যক গান।
এ ভারতে রাখো নিত্য,
প্রভু,
তব শুভ আশীর্বাদ—
তোমার
অভয়,
তোমার অজিত অমৃত বাণী,
তোমার
স্থির অমর আশা॥
অনির্বাণ
ধর্ম আলো সবার ঊর্ধ্বে জ্বালো জ্বালো,
সঙ্কটে
দুর্দিনে হে,
রাখো
তারে অরণ্যে তোমারই পথে॥
বক্ষে
বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার,
নিঃশঙ্কে
যেন সঞ্চরে নির্ভীক।
পাপের
নিরখি জয় নিষ্ঠা তবুও রয়—
থাকে তব
চরণে অটল বিশ্বাসে॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
।
-
পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর
গীতবিতান কালানুক্রমিক সূচী গ্রন্থে- গানটি রবীন্দ্রনাথের ৪১ বৎসরের রচনা
হিসাবে উল্লেখ করেছেন।
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
অষ্টম খণ্ড (মজুমদার লাইব্রেরি ১৩১০)।
এই গ্রন্থে গানটি দুই বার ছাপা হয়েছিল।
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ], জাতীয় সঙ্গীত।
পৃষ্ঠা: ১৬৩। [[নমুনা]]
- গান
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)।
পৃষ্ঠা:২৮৩
[নমুনা]
- প্রথম
খণ্ড, দ্বিতীয় সংস্করণ (শ্বভারতী,
মাঘ ১৩৪৮
বঙ্গাব্দ)।
- অখণ্ড সংস্করণ, তৃতীয়
সংস্করণ
(বিশ্বভারতী,
পৌষ ১৩৮০
বঙ্গাব্দ)। স্বদেশ
পর্যায়ের ৩৫
সংখ্যক গান।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
সুরট-চৌতাল।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
ভারততীর্থ (শ্রাবণ ১৩৫৪ বঙ্গাব্দ)।
কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপিসহ
মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান চতুর্থ
(৪) খণ্ডের (মাঘ ১৪১২) ষষ্ঠ গান।
পৃষ্ঠা: ২২-২৪।
-
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ডের
(পৌষ
১৪১২) ৯ম
গান।
পৃষ্ঠা: ৩৬-৩৮।
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩০৯ বঙ্গাব্দ)।
সুরট-চৌতাল।
পৃষ্ঠা ১৭৪।
[নমুনা]
- পরিবেশনা:
১১ মাঘ ১৩০৯ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ]
৭৩তম
মাঘোৎসবের সন্ধ্যার অধিবেশনে এই গানটি পরিবেশিত হয়েছিল।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি
ভাঙা
গান।
মূল গান : সরট।
চৌতাল (মধ্যগতি)
য়ে বঁতিয়া মেরে চিত চঢ়ি নিশ দিন কালীনাম রটত রহে
মো রসনা কহা করুঁ
মন ন থির রহত নেক॥
কাম ক্রোধ লোভ মোহ মদ মত্সর অহঙ্কার
য়ে অতি দুর্নিবার মানো মসত গয়ন্দ একতে এক॥
জাকো বশ করণকো
ভক্তি তুব মহাবত
জ্ঞান অস্কুশ সাঁকর
বিবেক
নবলকিশোর ঔর কাসোঁ বিনতী কর
জাকো তুক চরণ শরণকো টেক॥
-মহারাজ নবলকিশোররবীন্দ্রসঙ্গীত
গবেষণা গ্রন্থমালা তৃতীয় খণ্ড/ প্রফুল্লকুমার দাস।
পৃষ্ঠা : ১২
- স্বরলিপি:
[নমুনা]
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
- সুর ও তাল:
-
রাগ-সুরট।
তাল-চৌতাল।
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩০৯ বঙ্গাব্দ)
-
স্বরবিতান সপ্তচত্বারিংশ (৪৭) খণ্ডে
(পৌষ
১৪১২)
গৃহীত গানটির গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিতে গৃহীত স্বরলিপিটি
স্বরবিতান চতুর্থ
(৪) খণ্ডের (মাঘ ১৪১২) অনুরূপ।
তবে এই স্বরলিপির শীর্ষে রাগ-তাল
হিসেবে উল্লেখ আছে
'সুরট-চৌতাল'।
- রাগ: দেশ। তাল: চৌতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩৬]
-
রাগ: সুরট। তাল: চৌতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]
-
বিষয়াঙ্গ: ভক্তি (ব্রহ্মসঙ্গীত)।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
- গ্রহস্বর-মা
- লয়-মধ্যলয়।