বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ ভারতে রাখো নিত্য,
প্রভু,
তব শুভ আশীর্বাদ
পাঠ ও পাঠভেদ:
এ ভারতে রাখো নিত্য, প্রভু, তব শুভ আশীর্বাদ—
তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী,
তোমার স্থির অমর আশা॥
অনির্বাণ ধর্ম আলো সবার ঊর্ধ্বে জ্বালো জ্বালো,
সঙ্কটে দুর্দিনে হে,
রাখো তারে অরণ্যে তোমারই পথে॥
বক্ষে বাঁধি দাও তার বর্ম তব নির্বিদার,
নিঃশঙ্কে যেন সঞ্চরে নির্ভীক।
পাপের নিরখি জয় নিষ্ঠা তবুও রয়—
থাকে তব চরণে অটল বিশ্বাসে॥
পাণ্ডুলিপির পাঠ: ।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী গ্রন্থে- গানটি রবীন্দ্রনাথের ৪১ বৎসরের রচনা হিসাবে উল্লেখ করেছেন।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৩৮ বঙ্গাব্দ)।
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। স্বদেশ পর্যায়ের ৩৫ সংখ্যক গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। সুরট-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
ভারততীর্থ (শ্রাবণ ১৩৫৪ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
রবীন্দ্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা তৃতীয় খণ্ড/ প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা : ১২
রাগ: সুরট। তাল: চৌতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৭।]