বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তোমার
অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই
পাঠ ও পাঠভেদ:
৫৯৬
তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই-
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই॥
মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ,
তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥
হে পূর্ণ, তব চরণের কাছে যাহা-কিছু সব আছে আছে আছে-
নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।
অন্তরগ্লানি সংসারভার পলক ফেলিতে কোথা একাকার
জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ ষষ্ঠ খণ্ড (মজুমদার লাইব্রেরি ১৩১০)
কাব্যগ্রন্থ সপ্তম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (মজুমদার প্রেস, ১৩১০)।
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। বেহাগ-কাওয়ালি। পৃষ্ঠা: ৩৪৬-৩৪৭] [নমুনা প্রথমাংশ শেষাংশ]
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৫৯৬। উপবিভাগ: শেষ-১৩।
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
নৈবেদ্য (বিশ্বভারতী ১৩০৮)
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। বেহাগ-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৮-৪০।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২৪ শকাব্দ, ১৩০৯ বঙ্গাব্দ)। বেহাগ-কাওয়ালি।
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা (কার্তিক ১৩১০ বঙ্গাব্দ)। বেহাগ-কাওয়ালি। পৃষ্ঠা ৩৫-৩৬।
পরিবেশনা: ১১ মাঘ ১৩০৯ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ] ৭৩তম মাঘোৎসবের সন্ধ্যার অধিবেশনে এই গানটি পরিবেশিত হয়েছিল।
রাগ: বেহাগ। তাল: ত্রিতাল
রাগ: বেহাগ। তাল: ত্রিতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৮।