বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
গভীর রজনী নামিল হৃদয়ে,
আর কোলাহল নাই।
পাঠ ও পাঠভেদ:
গভীর রজনী নামিল হৃদয়ে, আর কোলাহল নাই।
রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই ॥
সকল বাসনা চিত্তে এল ফিরে, নিবিড় আঁধার ঘনালো বাহিরে-
প্রদীপ একটি নিভৃত অন্তরে জ্বলিতেছে এক ঠাঁই ॥
অসীম মঙ্গলে মিলিল মাধুরী, খেলা হল সমাধান।
চপল চঞ্চল লহরীলীলা পারাবারে অবসান।
নীরব মন্ত্রে হৃদয়মাঝে শান্তি শান্তি শান্তি বাজে,
অরূপকান্তি নিরিখ অন্তরে মুদিত লোচনে চাই ॥
গ্রন্থ:
অষ্টম খণ্ড [মজুমদার লাইব্রেরি ১৩১০। পৃষ্ঠা: ৩০৩-৩০৪] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা: ২০৬-২০৭] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী পরজ- তাল রূপকড়া। পৃষ্ঠা: ৩৪২-৩৪৩] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী পরজ- তাল রূপকড়া। পৃষ্ঠা: ৩৮০-৩৮১। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ৯৩-৯৪] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪১-৪৩। [নমুনা]
পত্রিকা:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-১,
স্বরলিপি-৪]
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
রাগ: পরজ বসন্ত। তাল: রূপকড়া [স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
রাগ : পরজ। তাল: রূপকড়া [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৪৮।
রাগ : পরজ। তাল: রূপকড়া [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: দা।
লয়: মধ্য।