বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমারে করো
জীবনদান
পাঠ ও পাঠভেদ:
আমারে করো জীবনদান,
প্রেরণ করো অন্তরে তব আহ্বান ॥
আসিছে কত যায় কত, পাই শত হারাই শত—
তোমারি পায়ে রাখো অচল মোর প্রাণ॥
দাও মোরে মঙ্গলব্রত স্বার্থ করো দূরে প্রহত—
থামায়ে বিফল সন্ধান জাগাও চিত্তে সত্য জ্ঞান।
লাভে ক্ষতিতে সুখে-শোকে অন্ধকারে দিবা-আলিকে
নির্ভয়ে বহি নিশ্চল মনে তব বিধান॥
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (ইন্ডিয়ান প্রেস, ১৩১০)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা পর্যায়ের ৫৯।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)। শংকরা-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৬-৩৭।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৯)।
শঙ্করা-চৌতাল। পৃষ্ঠা: ১৭৫। [নমুনা]
মূল গান
শঙ্করা। চৌতাল
ইয় জগ কুঠ জানবে মন
সাঁচ শিব শক্তিকো করো বখনি॥
আবত এক যাত চলো রোহি রট লাগ বহত,
স্থির সুখ পাবত যো নাম প্রাণ ॥
যোগ যোগ তীরখ ব্রত সংযম ঔর নেম ধরম
করম যো নর ভাব ভক্তি বঢ়ো জ্ঞান।
ধ্যান ধরো শিব মন্ত্র জপত প্রগট হো,
কহত নবলকিশোর বহি নাম প্রধান॥
সঙ্গীত-চন্দ্রিকা ২
দ্র: রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা
৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১১
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: র্সা।