প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২৩৪-২৩৫] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
সঙ্গীত প্রকাশিকা
[জ্যৈষ্ঠ ১৩০৯। আসাবরি-ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৫০]
[নমুনা]
রেকর্ড সূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৩০৯ সঙ্গীত প্রকাশিকা পত্রিকার জ্যৈষ্ঠ ১৩০৯
বঙ্গাব্দ সংখ্যায়। এরপর ১৩০৯ বঙ্গাব্দের ১১ই মাঘ [২৫ জানুয়ারি ১৯০৩ খ্রিষ্টাব্দ]
৭৩তম
মাঘোৎসবের সকালের অধিবেশনে এই গানটি পরিবেশিত হয়েছিল। এই সূত্রে 'তত্ত্ববোধিনী'
পত্রিকার ' ফাল্গুন
১৩০৯
বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত
হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (১৩১১ বঙ্গাব্দ),
গান প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ (১৩১৬ বঙ্গাব্দ)
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ
১৩২৫ বঙ্গাব্দ)
ও
গীতিচর্চ্চা (১৩৩২
বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতিচর্চ্চা-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের
'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল
।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ
মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
জাগরণ উপবিভাগের ১৫ সংখ্যক গান
হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৭৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন। [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ১ম ভাগ থেকে স্বরবিতান-২৭-এ গৃহীত হয়েছে]