বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম: মনোমোহন, গহন যামিনীশেষে

পাঠ ও পাঠভেদ:

                                         মনোমোহন, গহন যামিনীশেষে

     দিলে মারে জাগায়ে

মেলি দিলে শুভপ্রাতে সুপ্ত এ ঁখি

    শুভ্র লোকে লাগায়ে

মিথ্যা স্বপনরাজি কোথা মিলাইল,

    আঁধার গেল মিলায়ে।

শান্তিসরসী-মাঝে চিত্তকমল

    ফুটিল নন্দবায়ে