বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:উড়িয়ে ধ্বজা
অভ্রভেদী রথে
পাঠ ও পাঠভেদ:
উতল-ধারা বাদল ঝরে। সকল বেলা একা ঘরে॥
সজল হাওয়া বহে বেগে, পাগল নদী ওঠে জেগে,
আকাশ ঘেরে কাজল মেঘে, তমালবনে আঁধার করে॥
ওগো বঁধু দিনেরশেষে এলে তুমি কেমন বেশে-
আঁচল দিয়ে শুকাব জল, মু্ছাব পা আকুল কেশে।
নিবিড় হবে তিমির-রাতি, জ্বেলে দেব প্রেমের বাতি,
পরানখানি দেব পাতি- চরণ রেখো তাহার ’পরে॥
ভুলে গিয়ে জীবন মরণ লব তোমায় ক’রে বরণ-
করিব জয় শরম-ত্রাসে, দাঁড়াব আজ তোমার পাশে-
বাঁধন বাধা যাবে জ্ব’লে, সুখ দুঃখ দেব দ’লে,
ঝড়ের রাতে তোমার সাথে বাহির হব অভয়ভরে॥
উতল-ধারা বাদল ঝরে, দুয়ার খুলে এলে ঘরে।
চোখে আমার ঝলক লাগে, সকল মনে পুলক জাগে,
চাহিতে চাই মুখের বাগে- নয়ন মেলে কাঁপি ডরে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ: স্বরবিতান ১১ (কেতকী) ও স্বরবিতান ৩৬ খন্ডের পাঠভেদ অংশে এই গানটির পাঠভেদ রয়েছে।
অচলায়তন (১৩১৮ বঙ্গাব্দ)।
কেতকী (স্বরবিতান ১১) (শ্রাবণ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গান
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
গীতবিতান
দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা (সাধনা ও সংকল্প-৯) পর্যায়ের ১৮৩ সংখ্যক গান।
গীতলিপি (৬) (১৯১০-১৯১৮ সাল)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩৮)
স্বরবিতান একাদশ (১১, কেতকী) খণ্ডের ৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৩১-৩২।
স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৪-৬৫।
স্বরবিতান ১১ খণ্ডটিতে (শ্রাবণ ১৩২৬ বঙ্গাব্দ) গানটি দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়।
স্বরবিতান ৩৬ খণ্ডটি প্রথম প্রকাশিত হয় ১৩৬১ বঙ্গাব্দের আষাঢ় মাসে। এই সংস্করণে সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায়-কৃত স্বরলিপি গৃহীত হয়েছিল। এছাড়া ভারতী (আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ) এবং গীতলিপিতে(৬) (১৯১০-১৯১৮ সাল) গানটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
সুর ও তাল:
স্বরবিতান একাদশ (১১, কেতকী) খণ্ডে (আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ) গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৪।৪ মাত্রা ছন্দে কাহারবা তালে এবং দেশ রাগে নিবদ্ধ ।
স্বরবিতান ৩৬ খণ্ডে (আষাঢ় ১৩৬১ বঙ্গাব্দ) গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ রয়েছে। উক্ত স্বরলিপিটি ৩।২।৩ মাত্রা ছন্দে রূপকড়া তালে এবং মিশ্রমল্লার রাগে নিবদ্ধ
রাগ: দেশ। তাল: কাহারবা/রূপকড়া। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৫]।
গ্রহস্বর: সা।
লয়: মধ্যম।