বিষয়:
রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: দারুণ অগ্নিবাণে
রে হৃদয় তৃষায় হানে রে॥
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (গ্রীষ্ম-২) পর্যায়ের ১১ সংখ্যক গান।
দারুণ অগ্নিবাণে
রে হৃদয় তৃষায় হানে রে॥
রজনী
নিদ্রাহীন, দীর্ঘ দগ্ধ দিন
আরাম নাহি যে জানে রে॥
শুষ্ক
কাননশাখে ক্লান্ত কপোত ডাকে
করুণ কাতর গানে রে॥
ভয় নাহি, ভয়
নাহি। গগনে রয়েছি চাহি
জানি
ঝঞ্ঝার বেশে দিবে দেখা তুমি এসে
একদা তাপিত প্রাণে রে॥
-
রচনাকাল ও
স্থান বৈশাখ ১৩২৯
বঙ্গাব্দ। গানটি
রবীন্দ্রনাথের ৬০ বৎসর ১২ মাস বয়সের রচনা।