বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
নমি নমি চরণে
পাঠ ও পাঠভেদ:
নমি নমি চরণে,
নমি কলুষহরণে ॥
সুধারসনির্ঝর হে,
নমি নমি চরণে।
নমি চিরনির্ভর হে
মোহগহনতরণে ॥
নমি চিরমঙ্গল হে,
নমি চিরসম্বল হে।
উদিল তপন, গেল রাত্রি,
নমি নমি চরণে।
জাগিল অমৃতপথযাত্রী-
নমি চিরপথসঙ্গী,
নমি নিখিলশরণে॥
নমি সুখে দুঃখে ভয়ে,
নমি জয়পরাজয়ে।
অসীম বিশ্বতলে
নমি নমি চরণে।
নমি চিতকমলদলে
নিবিড় নিভৃত নিলয়ে,
নমি জীবনে মরণে ॥
পাণ্ডুলিপি: RBVBMS 112 [ নমুনা ]
পাঠভেদ:
পাঠভেদ
রয়েছে।
নমি নিখিলশরণে
: কথার অংশ, গীতিবীথিকা
(বৈশাখ ১৩২৬)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
নমি জীবনমরণে : স্বরলিপি, গীতিবীথিকা (বৈশাখ ১৩২৬)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: অগ্রহায়ণ ১৩২৫ বঙ্গাব্দ থেকে বৈশাখ ১৩২৬ বঙ্গাব্দ এর মধ্যে রচিত।
রবীন্দ্রনাথের ৫৭
বৎসর ৭-১২ মাস বয়সের রচনা
[দেখুন: ৫৭ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতবিতান-এর পূজা (উপবিভাগ : বিবিধ ১২৭) পর্যায়ের ৫০৩ সংখ্যক গান।
গীতিবীথিকা (বৈশাখ ১৩২৬)। দিনেন্দ্রনাথ ঠাকুরকৃত স্বরলিপিসহ মুদ্রিত হয়েছিল।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। পূজা ১। পৃষ্ঠা: ৫৩। [নমুনা]
স্বরবিতান চতুস্ত্রিংশ (৩৪, গীতিবীথিকা ) খণ্ডের (সংস্করণ বৈশাখ ১৩৭৭) ১৯ সংখ্যক গান। পৃষ্ঠা ৬২-৬৪।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩২৬ বঙ্গাব্দ)। ভৈরবী-ঠুংরী, পৃষ্ঠা ২৯৮।
গানটি ১৩২৬ মাঘোৎসবে গানটি গীত হয়।
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান চতুস্ত্রিংশ খণ্ডে (সংস্করণ বৈশাখ ১৩৭৭) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই
রাগ: ভৈরবী। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬১
রাগ: ভৈরবী। তাল: কাহারবা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৬]
গ্রহস্বর-মা। লয়-অতি দ্রুত।