বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজ সবার রঙে রঙ মিশাতে
হবে।
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম (প্রেম বৈচিত্র্য-১০৫)পর্যায়ের ১৩২ সংখ্যক গান।
আজ সবার রঙে রঙ মিশাতে হবে।
ওগো আমার প্রিয়, তোমার রঙিন উত্তরীয়
পরো পরো পরো তবে॥
মেঘ রঙে রঙে বোনা, আজ রবির রঙে সোনা,
আজ আলোর রঙ যে বাজল পাখির রবে॥
আজ রঙ-সাগরে তুফান ওঠে মেতে।
যখন তারি হাওয়া লাগে তখন রঙের মাতন জাগে
কাঁচা সবুজ ধানের ক্ষেতে।
সেই রাতের-স্বপন-ভাঙা আমার হৃদয় হোক-না রাঙা
তোমার রঙেরই গৌরবে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: আশ্বিন ১৩২৬ বঙ্গাব্দ। গানটি রবীন্দ্রনাথের ৫৮ বৎসর ৫ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগীতি (পৌষ ১৩২৬)।
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-১০৫)পর্যায়ের ১৩২ সংখ্যক গান।
গীতিচর্চ্চা (পৌষ ১৩৩২)।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। বিবিধ ২৮। পৃষ্ঠা: ১১৬। [নমুনা]
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডের (অগ্রহায়ণ ১৪১৩) ১১ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৩-৪৪।
পত্রিকা:
শান্তিনিকেতন পত্রিকা আশ্বিন-কার্তি, ১৩২৬।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান ত্রয়স্ত্রিংশ (৩৩, কাব্যগীতি) খণ্ডে (অগ্রহায়ণ ১৪১৩), গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ: মিশ্র বাউল ও কীর্তনাঙ্গ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান ।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
রাগ: কীর্তন। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
গ্রহস্বর: না
লয়: ঈষৎ দ্রুত।