বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মোর বীণা
ওঠে কোন্ সুরে বাজি
পাঠ ও পাঠভেদ:
মোর বীণা ওঠে কোন্ সুরে বাজি কোন্ নব চঞ্চল ছন্দে।
মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে॥
আসে কোন্ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত―
আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে॥
অম্বরপ্রাঙ্গণমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে।
অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে।
কার পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিল ভাসা―
সমীরণ বন্ধনহারা উন্মন কোন্ বনগন্ধে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩২৬ বঙ্গাব্দ।
গানটি রবীন্দ্রনাথের ৫৮ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অরূপরতন (১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
কাব্যগীতি (১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ১৯) পর্যায়ের ২০৬ সংখ্যক গান।
গীতিচর্চ্চা (পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
প্রবাহিনী (বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)। প্রত্যাশা ২৪। পৃষ্ঠা: ৪৪-৪৫। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
শাপমোচন (চৈত্র ১৩৩৯ বঙ্গাব্দ)।
স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৪০-৪১।