বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
এই শ্রাবণের
বুকের ভিতর আগুন আছে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
প্রকৃতি
: ৬০।উপ-বিভাগ
:
বর্ষা-৩৫
এই শ্রাবণের
বুকের ভিতর আগুন আছে।
সেই আগুনের কালোরূপ যে আমার চোখের ’পরে নাচে॥
ও তার শিখার জটা
ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে,
তার কালো আভার
কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে॥
বাদল-হাওয়া পাগল
হল সেই আগুনের হুহুঙ্কারে।
দুন্দুভি তার
বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে।
ওরে, সেই আগুনের
পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ
লাগে আজ আমার গানের পাখার পাছে॥
-
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- পাঠভেদ:
- তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
স্বরবিতান ১৪ খণ্ডের 'রচনাকাল/প্রকাশকাল' অংশ থেকে
গানটির রচনাকাল পাওয়া
যায়- ১৫ ভাদ্র ১৩২৮।
উল্লেখ্য, ১৩২৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর
বিচিত্রা বাড়ির পিছনে মণ্ডপ তৈরি করে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উক্ত
অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়েছিল ১৭ ও ১৮ই
ভাদ্র। অনুষ্ঠান উপলক্ষে তিনি এই গানটি-সহ মোটা পাঁচটি নতুন গান রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
৬০ বৎসর ৫ মাস ।
[রবীন্দ্রনাথের ৬০ বৎসর বয়সের রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গীতবিতান
-
দ্বিতীয়
খণ্ড (বিশ্বভারতী ১৩৩৮)
-
দ্বিতীয়
খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
প্রকৃতি
(উপ-বিভাগ :
বর্ষা-৩৫) পর্যায়ের ৬০ সংখ্যক গান।
-
গীতিচর্চ্চা (বিশ্বভারতী ১৩৩২)। গান সংখ্যা ১১০। পৃষ্ঠা: ৮৩। [নমুনা]
-
নবগীতিকা ১ (১৩২৯
বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
-
প্রবাহিনী
(বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৩৫। পৃষ্ঠা: ১৪৭ [নমুনা]
-
স্বরবিতান চতুর্দশ
(১৪,
নবগীতিকা প্রথম খণ্ড)
খণ্ডের
(বৈশাখ ১৪১৫ বঙ্গাব্দ)
৭ সংখ্যক গান। পৃষ্ঠা ২৩-২৫।
-
পত্রিকা:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা] -
সুর ও তাল:
-
স্বরবিতান
চতুর্দশ
(১৪, নবগীতিকা প্রথম খণ্ড)
খণ্ডে (বৈশাখ ১৪১৫)
গৃহীত
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৪।৪
মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
- অঙ্গ:
বাউল। তাল: দাদরা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর
২০০৬। পৃষ্ঠা: ৩৬]
- অঙ্গ: কীর্তন। তাল:
দাদরা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৮।]
- বিষয়াঙ্গ: প্রকৃতি
- সুরাঙ্গ: বাউলাঙ্গ
-
গ্রহস্বর: স।
-
লয়: মধ্য