বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
রহি রহি
আনন্দতরঙ্গ জাগে
পাঠ
ও পাঠভেদ:
রহি রহি আনন্দতরঙ্গ জাগে ॥
রহি রহি, প্রভু, তব পরশমাধুরী
হৃদয়মাঝে আসি লাগে ॥
রহি রহি শুনি তব চরণপাত হে
মম পথের আগে আগে ॥
রহি রহি মম মনোগগন ভাতিল
তব প্রসাদরবিরাগে ॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনার তারিখ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায়
না। ১৩২২ বঙ্গাব্দের ১১ই মাঘ [সোমবার ২৫
জানুয়ারি]
মাঘোৎসব
৮৬তম মাঘোৎসব
অনুষ্ঠিত হয়। এই দিন
সকালবেলায় আদি ব্রহ্মসমাজ গৃহে এবং সন্ধ্যায় মহর্ষিভবনে রবীন্দ্রনাথের মোট ১৬টি গান
পরিবেশিত হয়। এর ভিতরে এই গানটি ছিল নতুন। ধারণা করায়, এই গানটি মাঘোৎসবের জন্যই
রচিত হয়েছিল।
সে
হিসাবে গানটি
রচনার সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৫৩
বৎসর ৯
মাস।
[রবীন্দ্রনাথের
৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা ৫৪৫, উপবিভাগ: সুন্দর-৩০, পৃষ্ঠা: [নমুনা]
বৈতালিক (চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান সপ্তবিংশ (২৭) খণ্ডের (বৈশাখ ১৪১৫) ১৭ সংখ্যক গান, পৃষ্ঠা ৫১-৫২।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ, ১৮৩৭ শকাব্দ), নূতন ব্রহ্মসঙ্গীত ১, পৃষ্ঠা ২০৫-২০৬] [নমুনা প্রথমাংশ, শেষাংশ
পুনর্মুদ্রণ ফাল্গুন ১৮৪১ শকাব্দ ( ১৩২৬ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: ১৩২২
বঙ্গাব্দের ১১ই মাঘ [সোমবার ২৫ জানুয়ারি]
মাঘোৎসব
৮৬তম মাঘোৎসব
অনুষ্ঠিত হয়।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
ভাঙা গান: এটি একটি ভাঙা গান। ইন্দিরাদেবী তাঁর 'রবীন্দ্রসংগীতের ত্রিবেণী সংগম' গ্রন্থে এই
গানটিকে ভাঙা গানের তালিকাভুক্ত করেছেন।
মূল গান: মুরলিয়া ইহ ন বজাও শ্যাম [খাম্বাজ।ত্রিতাল]
স্বরলিপি:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
সুর ও তাল:
স্বরবিতান সপ্তবিংশ (২৭) খণ্ডে (বৈশাখ ১৪১৫) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে যথাক্রমে খাম্বাজ এবং ত্রিতাল।
রাগ: খাম্বাজ। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৭।
রাগ: ভৈরবী(ষড়জ পরিবর্তিত)। তাল:
ত্রিতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত,
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৩৩।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: মধ্য।