মাঘোৎসব ৮৬
শনিবার , 
১১ মাঘ ১৩২২ বঙ্গাব্দ [২৫ 
জানুয়ারি ১৯১৬ খ্রিষ্টাব্দ]
প্রাতঃকালীন উপাসনায় পরিবেশিত ৬টি গান
১.
মন জাগ মঙ্গললোকে[পূজা-২৬৬] [তথ্য]
২.
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি। 
	[পূজা-৪০]
	[তথ্য] 
	
৩. 
রহি রহি আনন্দতরঙ্গ জাগে [পূজা-৫৪৫] [তথ্য]
৪. 
নিশিদিন মোর পরানে প্রিয়তম মম [পূজা-৪২১] [তথ্য]
৫. চরণ ধরিতে দিয়ো গো 
আমার [পূজা-১০৪] [তথ্য]
৬. আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও [পূজা-৯২]
	[তথ্য]
সায়ংকালীন অধিবেশনে মোট ৭টি গান পরিবেশিত হয়। গানগুলো হলো
১. এই তো তোমার আলোকধেনু 
[পূজা-৫২০] [তথ্য]
২.অগ্নিবীণা বাজাও তুমি কেমন 
করে! [পূজা-১৫৮] [তথ্য]
৩. আঘাত করে 
নিলে জিনে। [পূজা-২১৪] [তথ্য]
৪.অন্ধকারের উৎস হতে [পূজা-৩৫৪] 
	[তথ্য]
৫. মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে 
যাই [পূজা-৫৯৩] [তথ্য]
৬. 
ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার 
[পূজা-২৪১] [তথ্য]
৭. সারা জীবন দিল আলো সূর্য 
গ্রহ চাঁদ [পূজা-৩৫৫] [তথ্য]