বিষয়: রবীন্দ্রসঙ্গীত 
শিরোনাম: 
নিশিদিন 
মোর 
পরানে প্রিয়তম মম
পাঠ ও পাঠভেদ:
	
				নিশিদিন মোর 
পরানে প্রিয়তম মম
    কত-না বেদনা 
দিয়ে বারতা পাঠালে॥
				ভরিলে চিত্ত মম নিত্য তুমি প্রেমে প্রাণে গানে হায় 
				
				          
থাকি আড়ালে 
								॥
- 
তথ্যানুসন্ধান
		- 
		
		
		ক. 
			রচনাকাল ও স্থান: 
	
		গানটির রচনার তারিখ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় 
		না। ১৩২২ বঙ্গাব্দের ১১ই মাঘ [সোমবার ২৫ 
জানুয়ারি] 
মাঘোৎসব 
		৮৬তম মাঘোৎসব 
অনুষ্ঠিত হয়। এই দিন 
সকালবেলায় আদি ব্রহ্মসমাজ গৃহে এবং সন্ধ্যায় মহর্ষিভবনে রবীন্দ্রনাথের মোট ১৬টি গান 
পরিবেশিত হয়। এর ভিতরে এই গানটি ছিল নতুন। ধারণা করায়, এই গানটি মাঘোৎসবের জন্যই 
		রচিত হয়েছিল। এই হিসাবে গানটি 
		রচনার সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ৯মাস।
 [রবীন্দ্রনাথের 
		৫৩ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
- 
		
খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- 
	গ্রন্থ:  
	- 
	
	
 				
				গীতবিতান	 
				
					- 
					
					দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, 
					আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩২৫ বঙ্গাব্দে প্রকাশিত 'বৈতালিক'র 
					থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা ৫৬৯]
					
					[নমুনা]
					
- 
			
			প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
			[বিশ্বভারতী, মাঘ 
			১৩৪৮। পর্যায়:
			পূজা, 
			উপবিভাগ: 
					  
					বিবিধ 
					৪৯, 
			পৃষ্ঠা: ১৬৮]
			
		[নমুনা]
- 
	অখণ্ড, তৃতীয় সংস্করণ 
	(বিশ্বভারতী,
					কার্তিক ১৪১২), 
 পর্যায়:
			পূজা 
										৪২১,
					উপবিভাগ:
		 
		বিবিধ:
										
								২।
 
- 
	
	
	গীতিচর্চ্চা
	[বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ। গান সংখ্যা ২২। পৃষ্ঠা: ১৪-১৫] 
	[নমুনা]
	
- বৈতালিক [চৈত্র 
১৩২৫ বঙ্গাব্দ। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।]
	
- 
	
	স্বরবিতান সপ্তবিংশ খণ্ড (২৭) খণ্ডের ৮ম  গান। 
পৃষ্ঠা ২৮।  [নমুনা]
	
 
- 
পত্রিকা:
	- 
	তত্ত্ববোধিনী 
 
	- 
	ফাল্গুন ১৩২২ বঙ্গাব্দ। ৪ সংখ্যক গান। 
	পৃষ্ঠা: ২০৬। [নমুনা]
- 
	
	ফাল্গুন ১৩২৮ বঙ্গাব্দ।
	নূতন ব্রহ্মসঙ্গীত। 
	প্রাতঃকাল। রাগিণী গান্ধারী তোড়ী-তাল মধ্যমান।
পৃষ্ঠা ২৬৯। 
[নমুনা]
	
 
 
- 
	প্রকাশনা: গানটি ১৩২২ বঙ্গাব্দের মাঘোৎসবে 
	গানটি প্রথম গীত হয়েছিল।
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:				
	- 
	ভাঙা গান: 
মূলগান : গান্ধারী 
। 
ত্রিতাল। 
উনসন জায় কাহেরি
          
 দ্রষ্টব্য 
রবীন্দ্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা ৩য় খণ্ড। 
প্রফুল্লকুমার দাস। 
পৃষ্ঠা ৭৩।
- স্বরলিপিকার: 
কাঙ্গালীচরণ সেন।
	[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৫ম 
ভাগ থেকে স্বরবিতান-২৭-এ 
স্বরলিপিটি
গৃহীত হয়েছে।]
[নমুনা]
	
 
- সুর ও তাল:  
	- দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত 
	স্বরলিপিটি স্বরবিতান-২৭এর ৮০ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। 
স্বরবিতান-২৭-এ গৃহীত মূল স্বরলিপিটি কার তা জানা যায় 
না।
- 
রাগ-গান্ধারী। 
তাল-ত্রিতাল। 
স্বরবিতান-২৭
- 
		রাগ-গান্ধারী। 
তাল-মধ্যমান। 
তত্ত্ববোধিনী ফাল্গুন ১৩২৮ বঙ্গাব্দ)।	
- 
রাগ: আশাবরী। তাল: 
	ত্রিতাল।  [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
		প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৬৩।
- 
		রাগ: গান্ধারী। তাল: 
	ত্রিতাল। 
	 [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার 
		চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ১০৯।
	
- 
	গ্রহস্বর-মা।
লয়-ঈষৎ বিলম্বিত।
খেয়ালাঙ্গ।