বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কোন্ শুভখনে
উদিবে নয়নে অপরূপ রূপ-ইন্দু
পাঠ ও পাঠভেদ:
কোন্ খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥
মাঠে মাঠে পুলক লাগে ছায়ানটের নৃত্যরাগে,
শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥
কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে
লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।
মেঘে অধীর আকাশ কেন ডানা-মেলা গরুড় যেন―
পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়॥
পাণ্ডুলিপির পাঠ:
RBVBMS 111
[
নমুনা]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: পাণ্ডুলিপিতে
গানটির নিচে গানটি রচনার তারিখ উল্লেখ আছে, 'আশ্বিন/১৩২২/শান্তিনিকেতন/।
উল্লেখ্য ১৩২২ বঙ্গাব্দের ৭
আশ্বিন, রবীন্দ্রনাথ
শান্তিনিকেতন থেকে কলকাতায় আসেন। ৭ আশ্বিন থেকে ২৪ আশ্বিন [শুক্রবার ১ অক্টোবর]
পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন। ২৪ আশ্বিন তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেন।
যেহেতু রবীন্দ্রনাথ ৭ আশ্বিনের
পরে শান্তিনিকেতন ত্যাগ করেন এবং এই মাসে শান্তিনিকেতনে ফিরে আসেন নি। তাই ধরে
নেওয়া যায়, রবীন্দ্রনাথ ১-৬ আশ্বিনের
ভিতর গানটি রচনা করেছিলেন। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল
৫৪ বৎসর ৫ মাস বয়স।
পাণ্ডুলিপি [MS.
NO 111: চতুর্থ গান। পৃষ্ঠা: ৪]-তে
গানটির রচনাকাল ও স্থান হিসেবে উল্লেখ আছে—
আশ্বিন ১৩২২ শান্তিনিকেতন।
উল্লেখ্য,
১৩২২ বঙ্গাব্দের ৭
আশ্বিন, রবীন্দ্রনাথ
শান্তিনিকেতন থেকে কলকাতায় আসেন। ৭ আশ্বিন থেকে ২৪ আশ্বিন [শুক্রবার ১ অক্টোবর]
পর্যন্ত তিনি কলকাতায় ছিলেন। ২৪ আশ্বিন তিনি কাশ্মীরের উদ্দেশ্যে যাত্রা করেন।
যেহেতু রবীন্দ্রনাথ ৭ আশ্বিনের পরে শান্তিনিকেতন ত্যাগ করেন এবং এই মাসে
শান্তিনিকেতনে ফিরে আসেন নি। তাই ধরে নেওয়া যায়, রবীন্দ্রনাথ ১-৬ আশ্বিনের
ভিতর গানটি রচনা করেছিলেন। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল
৫৪ বৎসর ৫ মাস বয়স।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ, ধর্ম্ম-সঙ্গীত (১৯১৬ খ্রীষ্টাব্দ)।
কেতকী (শ্রাবণ ১৩২৬ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গীতপঞ্চাশিকা (আশ্বিন ১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
গীতবিতানের প্রকৃতি (উপ-বিভাগ : শরৎ-১৫) পর্যায়ের ১৫৫ সংখ্যক গান।
গীতিচর্চ্চা (পৌষ ১৩৩২ বঙ্গাব্দ)।
স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা , আশ্বিন ১৪১৩) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫৩-৫৫।
স্বরবিতান একাদশ (১১, কেতকী, খণ্ডের (আশ্বিন ১৪১৬) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪০-৪২।
পত্রিকা:
প্রবাসী, শরতের গান (কার্তিক ১৩২২ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর
[দিনেন্দ্রনাথ
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান একাদশ (১১, কেতকী, খণ্ডের (আশ্বিন ১৪১৬) ও স্বরবিতান ষোড়শ (১৬, গীতপঞ্চাশিকা। আশ্বিন ১৪১৩) খণ্ডে গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ। [স্বরলিপি]
রাগ : কেদারা। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৭]
গ্রহস্বর-পা।
লয়-দ্রুত।