আজ বারি ঝরে ঝরঝর ভরা বাদরে,
আকাশ-ভাঙা আকুল ধারা কোথাও না ধরে ॥
শালের বনে থেকে থেকে ঝড় দোলা দেয় হেঁকে হেঁকে,
জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের 'পরে।
আজ মেঘের জটা উড়িয়ে দিয়ে নৃত্য কে করে ॥
ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন, লুটেছে এই ঝড়ে-
বুক ছাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে।
অন্তরে আজ কী কলরোল, দ্বারে দ্বারে ভাঙল আগল-
হৃদয়-মাঝে জাগল পাগল আজি ভাদরে
আজ এমন ক’রে কে মেতেছে বাহিরে ঘরে ॥
স্বরবিতান
একাদশ
(১১,
কেতকী) খণ্ডে
(আশ্বিন ১৪১৬ বঙ্গাব্দ)
গৃহীত মূল স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিটি
৩।২।২
মাত্রা ছন্দে তেওড়া
তালে নিবদ্ধ।
রাগ:
ইমন।
তাল:
তেওরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৫]।
গ্রহস্বর:
সা।
লয়: মধ্য।