বাদল-মেঘে মাদল বাজে গুরুগুরু গগন-মাঝে॥
তারি গভীর রোলে আমার হৃদয় দোলে,
আপন সুরে আপনি ভোলে॥
কোথায় ছিল গহন প্রাণে গোপন ব্যথা গোপন গানে-
আজি সজল বায়ে শ্যামল বনের ছায়ে
ছড়িয়ে গেল সকলখানে গানে গানে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
	ক. রচনাকাল ও স্থান: স্বরবিতান ১৪ 
	খণ্ডের 'রচনাকাল/প্রকাশকাল' অংশ থেকে 
	গানটির রচনাকাল পাওয়া 
	যায়- ১০ ভাদ্র ১৩২৮।
	উল্লেখ্য, ১৩২৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর 
	বিচিত্রা বাড়ির পিছনে মণ্ডপ তৈরি করে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 
	উক্ত 
অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়েছিল ১৭ ও ১৮ই 
ভাদ্র। অনুষ্ঠান উপলক্ষে তিনি এই গানটি-সহ মোটা পাঁচটি নতুন গান রচনা করেছিলেন।
	এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 
	৬০ বৎসর ৫ মাস ।
        
[রবীন্দ্রনাথের ৬০ বৎসর বয়সের রচিত গানের তালিকা]
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	স্বরলিপিকার: 
দিনেন্দ্রনাথ ঠাকুর। 
      
[দিনেন্দ্রনাথ ঠাকুরের জীবনী]
                    
[দিনেন্দ্রনাথ 
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
সুর ও তাল:
	
	স্বরবিতান 
	চতুর্দশ
	(১৪, নবগীতিকা প্রথম খণ্ড) 
খণ্ডে (বৈশাখ ১৪১৫) গৃহীত 
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। 
	উক্ত স্বরলিপিটি 
৩।৩ 
মাত্রা ছন্দে 
	
	
	
	দাদরা
	 তালে নিবদ্ধ।
	
                    
[দাদরা 
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
গ্রহস্বর: ধপা।
লয়: মধ্য।