বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,

পাঠ ও পাঠভেদ:

                    ৫০৫

তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,

তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি

তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা,

তোমারি নামে উঠিল গগনে কিরণবীণা বাজি

তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার,

বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি

তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা,

তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি