বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,
পাঠ ও পাঠভেদ:
৫০৫
তোমারি নামে নয়ন মেলিনু পুণ্যপ্রভাতে আজি,
তোমারি নামে খুলিল হৃদয়শতদলদলরাজি ॥
তোমারি নামে নিবিড় তিমিরে ফুটিল কনকলেখা,
তোমারি নামে উঠিল গগনে কিরণবীণা বাজি ॥
তোমারি নামে পূর্বতোরণে খুলিল সিংহদ্বার,
বাহিরিল রবি নবীন আলোকে দীপ্ত মুকুট মাজি।
তোমারি নামে জীবনসাগরে জাগিল লহরীলীলা,
তোমারি নামে নিখিল ভুবন বাহিরে আসিল সাজি ॥
পাণ্ডুলিপির পাঠ পাওয়া যায় নি।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ, দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস, ১৯১৬ খ্রিষ্টাব্দ, ১৩২৩ বঙ্গাব্দ)। ধর্মসঙ্গীত ৩। পৃষ্ঠা: ১৯২। [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। আশা-ভৈরোঁ। তাল তেওরা। পৃষ্ঠা: ২৫৬। [নমুনা]
গীতবিতান
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৫০৫। উপ-বিভাগ : বিবিধ-১২৯।
গীতিচর্চ্চা (বিশ্বভারতী, ১৩৩২ বঙ্গাব্দ)।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
বৈতালিক (চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। ঝিঝিট-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৯-৪১।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৬ বঙ্গাব্দ)।
রাগিণী: আশা-ভৈঁরো।
তাল তেওরা। পৃষ্ঠা ১৬৬।
[নমুনা]
পরিবেশনা:১১ মাঘ ১৩০৬
বঙ্গাব্দের
সপ্ততিতম
সাংবাৎসরিক মাঘোৎসবের প্রাতঃকালীন
উপাসনায় গানটি পরিবেশিত হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
কাঙালীচরণ সেন।স্বরবিতান-২২, ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-২
দিনেন্দ্রনাথ ঠাকুর। বৈতালিক
সুর ও তাল:
রাগ-ভৈঁরো। তাল-তেওরা। স্বরবিতান-২২, কাব্যগ্রন্থ
রাগ-আশা ভৈঁরো। তাল তেওরা। তত্ত্ববোধিনী
রাগ ভৈরব। তাল তেওরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৫৭ ।
রাগ: আশা-ভৈরবী। তাল তেওরা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ১০০।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
গ্রহস্বর: পা।
লয়: মধ্য।