বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
পুব-সাগরের পার হতে কোন্ এল পরবাসী

পাঠ ও পাঠভেদ:

পুব-সাগরের পার হতে কোন্ এল পরবাসী-

শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় সন সন

          সাপ খেলাবার বাঁশি

সহসা তাই কোথা হতে   কুলু কুলু কলস্রোতে

দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী

আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু   ডমরুরব হয়েছে ওই শুরু।

          তাই শুনে আজ গগনতলে  পলে পলে দলে দলে

                      অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী

 

 

ঙ. স্বরলিপিকার :

 

চ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: