বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ভয় হতে তব
অভয়মাঝে
নূতন জনম দাও হে
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর পাঠ:
পূজা :
১২৪
ভয় হতে তব অভয়মাঝে নূতন জনম দাও হে ॥
দীনতা হতে অক্ষয়
ধনে
সংশয়
হতে সত্যসদনে ,
জড়তা হতে নবীন
জীবনে
নূতন
জনম দাও হে
॥
আমার ইচ্ছা হইতে,
প্রভু,
তোমার
ইচ্ছামাঝে—
আমার স্বার্থ
হইতে প্রভু,
তব মঙ্গল কাজে—
অনেক হইতে একের
ডোরে
সুখদুখ হতে শান্তিক্রোড়ে—
আমা হতে
নাথ,
তোমাতে
মোরে নূতন জনম দাও হে ॥
-
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
প্রভাতকুমার
মুখোপাধ্যায় তাঁর 'গীতবিতান কালানুক্রমিক সূচি' (ডিসেম্বর ২০০৩ খ্রিষ্টাব্দ,
পৃষ্ঠা ৮৭) গ্রন্থে লিখেছেন- 'অনুমান ১৩০৬ সালের জ্যৈষ্ঠ মাসে শিলাইদহে বাসকালে
জন্মদিন স্মরণে রচিত।' কিন্তু প্রশান্তকুমার পাল তাঁর 'রবিজীবনী' চতুর্থ খণ্ডে
[পৃষ্ঠা ২৬০] কবির রচনার স্থান নিয়ে সংশয় প্রকাশ করে লিখেছেন- '...প্রথমাবধি
প্রায় পুরো জ্যৈষ্ঠ মাস তিনি কলকাতায় অবস্থান করেন।'
উল্লেখ্য, রবীন্দ্রনাথ ১৩০৬ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ শিলাইদহে ছিলেন। এবং জ্যৈষ্ঠ
মাসের প্রথম সপ্তাহে তিনি কলকাতায় চলে আসেন। এই বিচারে বলা যায়- সম্ভবত তিনি এই
গানটি রচনা করেছিলেন জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে- শিলাইদহে অবস্থানকালে।
গানটি রবীন্দ্রনাথ
নিজের জন্মদিন নিয়ে রচনা করেছিলেন, এটা মনে হয় তাঁর-
কল্পনা কাব্যের
প্রথম সংস্করণে
[বৈশাখ ১৩০৭, পৃষ্ঠা ১১২] গানটি অন্তর্ভুক্ত হয়েছিল 'জন্মদিনের গান' শিরোনামে।
সম্ভবত এটাই ছিল তাঁর জন্মদিন উপলক্ষে রচিত প্রথম গান।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কল্পনা
-
প্রথম সংস্করণ
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ । জন্মদিনের গান। বেহাগ। চৌতাল। পৃষ্ঠা: ১১২]
[নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী সপ্তম খণ্ড
( বিশ্বভারতী আষাঢ় ১৩৪৮ বঙ্গাব্দ), জন্মদিনের গান, বেহাগ-চৌতাল, পৃষ্ঠা ২০১।
-
গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী
বেহাগ- তাল চৌতাল। পৃষ্ঠা: ৩২৮]
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী বেহাগ, তাল চৌতাল। পৃষ্ঠা: ৩২৪]
[নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত
'কল্পনা' নামক
কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯৫]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
(বিশ্বভারতী, মাঘ ১৩৪৮),
পর্যায়:
পূজা,
উপবিভাগ: প্রার্থনা
৩ ৩ পৃষ্ঠা: ৫৩।
[নমুনা]
-
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০),
পূজা ১২৪, উপ-বিভাগ :
প্রার্থনা
৩৩ , পৃষ্ঠা:
৫৭।
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ)
।
পৃষ্ঠা:
১২৪] [নমুনা]
-
বাঙালীর গান (১৯০৫ খ্রিষ্টাব্দ,
১৩১২
বঙ্গাব্দ), গান সংখ্যা ২৫৭,
বেহাগ-চৌতাল ,
পৃষ্ঠা ৬৭১।
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। বেহাগ-চৌতাল।
কাঙ্গালীচরণ সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল
-
স্বরবিতান দ্বাবিংশ (২২)
(বিশ্বভারতী,
চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ ) খণ্ডের
২২ সংখ্যক গান, পৃষ্ঠা ৬০ - ৬১।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩০৬ বঙ্গাব্দ)। রাগিণী বেহাগ-তাল চৌতাল। পৃষ্ঠা: ১৮৮।
[নমুনা]
-
সঙ্গীত প্রকাশিকা (ভাদ্র ১৩২২ বঙ্গাব্দ)
।
বেহাগ-চৌতাল। স্বরলিপিকার অনুল্লিখিত।
-
রেকর্ডসূত্র: রেকর্ডের সন্ধান পাওয়া যায় নি
-
প্রকাশের
কালানুক্রম: ১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের
সপ্ততিতম
সাংবাৎসরিক মাঘোৎসবের
সায়ংকালীন
উপাসনায় গানটি পরিবেশিত হয়। এরপর প্রথম প্রকাশিত হয়, ১৩০৭
বঙ্গাব্দে
কল্পনা কাব্যে
প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে।
এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩১০),
বাঙালীর গান
(১৩১২),
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি দ্বিতীয় ভাগ (১৩১২)
গান প্রথম সংস্করণ
(১৩১৫), গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬),
ধর্ম্মসঙ্গীত(১৩২১)
ও
কাব্যগ্রন্থ
চতুর্থ খণ্ড (১৩২২)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
- গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল।
এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১২৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ
মাসে।
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী: