শ্রবণ নমুনা

মূল ঠেকা তবলা:
স্বরূপ হোসেন (শিক্ষক ছায়ানট)। [নমুনা]

চৌতাল

 

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এটি একটি ১২ মাত্রা বিশিষ্ট সমপদী তাল। এর ছন্দোবিভাজন ২।২।২।২।২।২, তিনটি তালি, একটি ফাঁক আছে।
 

 

+ 

         

         

   

 

  + 

ধা

ধা

 দেন্

তা

কৎ 

তাগে

দেন্

তা

তেটে

কতা

গদি 

ঘেনে

 ধা

 

 

 

 

১০

 

১১

১২

 

 

এই তালে নিবদ্ধ গানের সংখ্যা ৪০টি। এই গানগুলো হলো

১. অসীম আকাশে অগণ্য কিরণ
[পূজা-৩৯৮] [তথ্য]
২.
ইল শান্ত সন্ধ্যা [পূজা ও প্রার্থনা-৫৭] [তথ্য]
৩.
আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি [পূজা-৪২২] [তথ্য]
৪.
আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে [পূজা-২৫১] [তথ্য]
৫. আজি মম মন চাহে জীবনবন্ধুরে [পূজা-১৭২] [তথ্য]
৬. আজি হেরি সংসার অমৃতময় [পূজা-৫৪০] [তথ্য]
৭. আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার [পূজা-৪৮৫] [তথ্য]
৮.
আমারে করো জীবনদান [পূজা ও প্রার্থনা ৫৯] [তথ্য]
৯. এ ভারতে রাখো নিত্য, প্রভু [স্বদেশ-৩৫] [তথ্য]
১০.
এখনো আঁধার রয়েছে হে নাথ [পূজা-৪৩৬] [তথ্য]
১১. এসেছে সকলে কত আশে [পূজা-৩০২] [তথ্য]
১২.
ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে যায় যে [পূজা-২৮৯] [তথ্য]
১৩.
কামনা করি একান্তে [পূজা-৪১৭] [তথ্য]
১৪.
কে যায় অমৃতধামযাত্রী [পূজা-২৫২] [তথ্য]
১৫. কেমনে ফিরিয়া যাও না দেখি তাঁহারে [পূজা-৪৪৫] [তথ্য]
১৬. গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে [প্রেম-২৯৮] [তথ্য]
১৭.
চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে [পূজা-৫৩৮] [তথ্য]
১৮. জগতে তুমি রাজা [পূজা-৪৭৩] [তথ্য]
১৯. জাগিতে হবে রে [পূজা-১৮০] [তথ্য]
২০
. জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে [পূজা-৩৭০] [তথ্য]
২১.
ডুবি অমৃতপাথারে- যাই ভুলে চরাচর [পূজা-৩৭২] [তথ্য]
২২.
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে [জাতীয় সংগীত-৫] [তথ্য]
২৩.
তাঁহারে রতি করে চন্দ্র তপন [পূজা-৪৭৫] [তথ্য]
২৪. তুমি জাগিছ কে [পূজা-৪৬৬] [তথ্য]

২৫. তোমা লাগি, নাথ, জাগি জাগি হে [পূজা-৪২৯] [তথ্য]
২৬. তোমারি মধুর রূপে ভরেছ ভুবন [পূজা-৫২৭] [তথ্য]
২৭. তোমারি সেবক করো হে [পূজা-১১৯] [তথ্য]
২৮.
নব নব পল্লবরাজি। [প্রকৃতি-২৮০] [তথ্য]
২৯
. পূর্ণ-আনন্দ পূর্ণমঙ্গলরূপে হৃদয়ে এসো [পূজা-৪১৯] [তথ্য]
৩০
. পেয়েছি সন্ধান তব অন্তর্যামী [পূজা-৪৬২] [তথ্য]
৩১. প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে [পূজা-৫৪১] [তথ্য]
৩২. বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে [পূজা-৪৬৯] [তথ্য]
৩৩
. ভয় হতে তব অভয়মাঝে [পূজা-১২৪] [তথ্য]
৩৪.
মন জানে নোমোহন আইল [প্রেম-৩৮৯] [তথ্য]
৩৫. শক্তিরূপ হেরো তাঁর [পূজা-৪৫৬] [তথ্য]
৩৬. শোনো তাঁর সুধাবাণী শুভমুহূর্তে শান্তপ্রাণে [পূজা-২৮৭] [তথ্য]
৩৭. সবে মিলি গাও রে [পূজা ও প্রার্থনা-৪৬] [তথ্য]
. স্বামী, তুমি এসো আজ অন্ধকার হৃদয়মাঝ [পূজা-৪১৪] [তথ্য]

৩৯. হে মহাপ্রবল বলী [পূজা-৪৭২] [তথ্য]
৪০.
হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে [পূজা-১৪০] [তথ্য]

 


সূত্র