মন জানে মনোমোহন আইল, মন জানে সখা!
তাই কেমন করে আজি আমার প্রাণে॥
তারি সৌরভ বহি বহিল কি সমীরণ আমার পরানপানে॥
মন জানে সখা : বিশ্বভারতী পত্রিকা (কার্তিক-পৌষ ১৩৫৭ বঙ্গাব্দ)
মন জানে সখি
:
কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)
গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১৪৭। [১৪৭]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। গান।
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ)। বিবিধ ১৩৪। নট-চৌতাল ।
গীতবিতানের প্রেম পর্যায়ের (প্রেম-বৈচিত্র্য-৩৬২) পর্যায়ের ৩৮৯ সংখ্যক গান।
স্বরবিতান পঞ্চত্রিংশ(৩৫) খণ্ডের ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা ৬৮।
পত্রিকা:
বিশ্বভারতী পত্রিকা (কার্তিক-পৌষ ১৩৫৭ বঙ্গাব্দ)। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
মূলগান : নট
।
চৌতাল।
মন মানো মনমোহন আএ মন মানো মোলো,
মাই তব তে ছুট গএ মন মেরে॥
জেতি দূতী আয়াহি, তে তিল বটের গই,
উনহুঁ কিয়াব তেরা
[সূত্র: রবীন্দ্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা ৩য় খণ্ড। প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২৪।
রাগ-নট। তাল-চৌতাল। স্বরবিতান-৩৫
রাগ : নাট। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭২]
রাগ: নট-বিলাবল। তাল: চৌতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।
রাগ: নট। তাল: চৌতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১২৫।
ব্রহ্মসঙ্গীত। ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর-সা। লয়-ঈষৎ বিলম্বিত।