বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
হে মহাপ্রবল বলী
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা
: ৪৭২
হে মহাপ্রবল বলী,
কত অসংখ্য গ্রহ
তারা তপন
চন্দ্র
ধারণ করে তোমার বাহু,
নরপতি
ভূমাপতি হে দেববন্দ্য
॥
ধন্য ধন্য তুমি
মহেশ,
ধন্য,
গাহে সর্ব দেশ-
স্বর্গে মর্তে
বিশ্বলোকে এক ইন্দ্র॥
অন্ত নাহি
জানে মহাকাল মহাকাশ,
গীতছন্দে করে প্রদক্ষিণ।
তব অভয়চরণে
শরণাগত দীনহীন,
হে রাজা বিশ্ববন্ধু
॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
কাব্যগ্রন্থাবলী[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কানাড়া-তাল
চৌতাল।
পৃষ্ঠা: ৪৬৮]
[নমুনা]
গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী কানাড়া-তাল চৌতাল। পৃষ্ঠা: ৩০৪
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী কানাড়া-তাল
চৌতাল।
পৃষ্ঠা: ৩১০। [নমুনা]
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
(বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত
'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৭৯]
[নমুনা]
- প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)।
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০), পূজা: ৪৭২,
বিবিধ-৯৭।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং
হাউস, ১৩২১)। গান। পৃষ্ঠা: ১৮৯ 
[নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)।
কানাড়া-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান
সপ্তবিংশ (২৭) খণ্ডের ২৪ সংখ্যক গান, পৃষ্ঠা ৬৮।
[নমুনা]