মাঘোৎসব চতুঃষষ্ঠি (৬৪)
ঙ্গলবার, ১১ মাঘ ১৩০০ বঙ্গাব্দ, [২৩ জানুয়ারি ১৮৯৪ খ্রিষ্টাব্দ]

এই দিনের উৎসবে রবীন্দ্রনাথ মোট ৬টি নূতন গান পরিবেশিত হয়েছিল। এই অনুষ্ঠান উপলক্ষে রবীন্দ্রনাথ 'য আত্মদা বলদা যস্য' মন্ত্রের পদ্যানুবাদ করেছিলেন। নিচে গানগুলির তালিকা দেওয়া হলো।

১. এসো হে  গৃহদেবতা। [আনুষ্ঠানিক-১৪] [তথ্য]
২.
হৃদয়নন্দনবনে নিভৃত এ নিকেতনে [পূজা-১৬৮] [তথ্য]
৩.
আনন্দধারা বহিছে ভুবনে [পূজা-৩২৬] [তথ্য]
. হে মহাপ্রবল বলী [পূজা-৪৭২] [তথ্য]
৫. অন্তরে জাগিছ অন্তরযামী[পূজা-২৪৯] [তথ্য]
৬.
কামনা করি একান্তে [পূজা-৪১৭] [তথ্য]