অন্তরে জাগিছ অন্তরযামী।
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি॥
সংসার সুখ করেছি বরণ,
তবু তুমি মম জীবনস্বামী॥
না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে।
তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা,
তব শুভ আশিস আসিছে নামি ॥
'শ্রদ্ধেয়া ইন্দিরাদেবী চৌধুরানী'র নিকট এই মূলগানটির দুটি কলি (স্থায়ী ও অন্তরা) পাওয়া গেছে। এতৎসংশ্লিষ্ট রবীন্দ্রসংগীত 'অন্তরে জাগিছ অন্তরযামী' (স্বরবিতান ২৫) চারকলিযুক্ত।'
- তাল:
স্বরবিতান পঞ্চবিংশ (২৫)]
- [
- [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ২৩]
- [রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৪৬]
[ঝাঁপতাল তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]