বিষয়: রবীন্দ্রসঙ্গীত। শিরোনাম: কামনা করি একান্তে পাঠ ও পাঠভেদ:
কামনা করি একান্তে
হউক বরষিত নিখিল বিশ্বে সুখ শান্তি ॥
পাপতাপ হিংসা শোক পাসরে সকল লোক,
সকল প্রাণী পায় কূল
সেই তব তাপিতশরণ অভয়চরণপ্রান্তে ॥
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটি প্রথম পরিবেশিত হয়েছিল, ১৩০০ বঙ্গাব্দের ১১ই মাঘে [মঙ্গলবার ২৩ জানুয়ারি ১৮৯৪ খ্রিষ্টাব্দ]
আদি ব্রাহ্মসমাজের চতুঃষষ্ঠীতম মাঘোৎসবে
। এই অনুষ্ঠানের আগে এই গানটির আর কোথাও উল্লেখ পাওয়া যায় না। ধারণা করা এই অনুষ্ঠনা উপলক্ষে তিনি গানটি রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩২ বৎসর ৯ মাসা।
[৩২
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
(বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত
'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৮০]
[নমুনা]
ভাঙা গান: এটি একটি ভাঙা গান।
মূল গান : দেশকার। চৌতাল
প্রথম কর শিঙ্গার বার বরবওয়ে
তানি কে
লাগে বার বার।
শীষ ফুল মাঙ্গে টীকে,
বেসরা সো ধীরে আঁয়ি
কনক দণ্ড কারণ ফুল
তব
ধনত অনেক ধীরগ বরণী বার ॥
রবীন্দ্রসঙ্গীত গবেষণা গ্রন্থমালা (তৃতীয় খণ্ড)। প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা: ২০-২১।