বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা: ১৮
শিরোনাম:
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে।
পাঠ ও পাঠভেদ:
ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে।বিহগেরা থামো থামো। আঁধারে কাঁদো গো তুমি ধরা॥
গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে-
ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও, জাগাও, জাগাও রে এ ভারতে॥
বনবিহঙ্গ, তুমি ও সবে গাও রে শত অশনি-মহানিনাদে-
আনন্দরাগিণী আজি কেন বাজিছে এত হরষে-
ছিঁড়ে ফেল্ বীণা আজি বিষাদের দিনে॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
রচনাকাল:
জাতীয় সংগীত দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১২৮৫ বঙ্গাব্দের (১৮৭৮
খ্রিষ্টাব্দ) ভাদ্র মাসে। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল- ১৭ বৎসর ৪ মাস। এই
গ্রন্থে মোট ৯টি গান প্রকাশিত হয়েছিল। এর ভিতর রবীন্দ্রনাথের রচিত
তিনটি গানের ভিতরে এই গানটি ছিল।
রবিচ্ছায়া (সাধারণ ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২)। জাতীয় সঙ্গীত ১। রাগিণী গৌড় মল্লার। পৃষ্ঠা: ১৫৯। [নমুনা: ১৫৯]
স্বরলিপিকার: গানটির স্বরলিপি পাণ্ডুলিপি থেকে সংগৃহীত। স্বরলিপিকারের নাম জানা যায় নি।
সুর ও তাল:
তাল-চৌতাল।
বিষয়াঙ্গ: জাতীয় সঙ্গীত
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: সা