বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
প্রভাতে বিমল আনন্দে বিকশিত
কুসুমগন্ধে
পাঠ ও পাঠভেদ:
৫৪১
প্রভাতে বিমল আনন্দে বিকশিত কুসুমগন্ধে
বিহঙ্গমগীতছন্দে তোমার আভাস পাই ॥
জাগে বিশ্ব তব ভবনে প্রতিদিন নব জীবনে,
অগাধ শূন্য পূরে কিরণে,
খচিত নিখিল বিচিত্র বরনে-
বিরল আসনে বসি তুমি সব দেখিছ চাহি ॥
চারি দিকে করে খেলা বরন-কিরণ-জীবন-মেলা,
কোথা তুমি অন্তরালে !
অন্ত কোথায়, অন্ত কোথায়- অন্ত তোমার নাহি নাহি॥
পাণ্ডুলিপি: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি Ms.434।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। গুর্জরী টোড়ি-তাল চৌতাল। পৃষ্ঠা: ৪৬১] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। গুর্জরী টোড়ি- তাল চৌতাল। পৃষ্ঠা: ২৫৩। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রহ্মসমাজ যন্ত্র, ১৩০০)। ব্রহ্মসঙ্গীত।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৬০]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৫৪১। উপ-বিভাগ: সুন্দর-২৬
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি তৃতীয় ভাগ (মকর সংক্রান্তি ১৩১৩ বঙ্গাব্দ)। গুর্জরী টোড়ি-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ত্রয়োবিংশ (২৩) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৪-৩৫।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৮ শকাব্দ ১২৯৩ বঙ্গাব্দ)। গুর্জরী তোড়ি-চৌতাল । পৃষ্ঠা ২১১।
]
এটি একটি ভাঙা গান। মূল গানটি তানসেনের রচিত
গুর্জরীটোড়ি।চৌতাল। (বিলম্বিত)
নাদ নগর বসায়ে, সুরপট মহল ছায়ে ;
উনঞ্চাশ কোটি তান, অচ্ছর বিশ্রাম পায়ে ॥
গীত ছন্দ তত বিতত ডমরুকা ধুন, আলাপ
তান তালকে কিবাড়, খরজ সুরপট জিঞ্জির,
ত্রিবট খুঙ্গীতামে ধুরপদ মধ ছিপায়ে ॥
কহে মিয়া তানসেন, শুনহো গোপাল লাল,
অর্ব খর্ব কর্ দেখায়ে, সুর মিলায়ে, কণ্ঠ মিলায়ে,
কবর পরখ পায়ে ॥
গীতসূত্রসার ২
সঙ্গীত-চন্দ্রিকা গ্রন্থে মূল ধ্রপদটিতে অন্তরার পরে আরো দুটি ছত্র পাওয়া যায়, যথা-
সপ্ত সুর তিন গ্রাম চহুঁ দিশ ঘের লায়ে,
তামধ লাগভাট ফুলবারী বনায়ে।
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা, ৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ১৭-১৮।
রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৌধুরানী। গান সংখ্যা-১৩৫।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ: গুর্জরী টোড়ী। তাল-চৌতাল। স্বরবিতান-২৩, তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৮শকাব্দ ১২৯৩ বঙ্গাব্দ)।
রাগ: গুর্জরী টোড়ী। তাল: চৌতাল।। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১৩ ]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
গ্রহস্বর: জ্ঞা।
লয়: ঈষৎ বিলম্বিত।