এখনো আঁধার রয়েছে হে নাথ- এ প্রাণ দীন মলিন, চিত অধীর, সব শূন্যময় ॥
চারি দিকে চাহি, পথ নাহি নাহি- শান্তি কোথা, কোথা আলয় ? কোথা তাপহারী পিপাসার বারি-
হৃদয়ের চির-আশ্রয় ?।
পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল
সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় নি। তত্ত্ববোধিনী পত্রিকার (অগ্রহায়ণ ১৮০৬
শকাব্দ, ১২৯১ বঙ্গাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৩ বৎসর ৭ মাস।