বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে

পাঠ ও পাঠভেদ:

গহন ঘন বনে পিয়াল-তমাল-সহকার-ছায়ে

সন্ধ্যাবায়ে তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি

        শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,

        বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি

স্তব্ধ নীড়ে নীরব বিহগ,

নিস্তরঙ্গ নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।

      ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থ; শূন্যতল,

            চরাচরে স্বপনের মায়া।

        নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী