বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: গহন ঘন বনে
পিয়াল-তমাল-সহকার-ছায়ে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
গহন ঘন বনে
পিয়াল-তমাল-সহকার-ছায়ে
সন্ধ্যাবায়ে
তৃণশয়নে মুগ্ধনয়নে রয়েছি বসি॥
শ্যামল পল্লবভার আঁধারে মর্মরিছে,
বায়ুভরে কাঁপে শাখা, বকুলদল পড়ে খসি॥
স্তব্ধ নীড়ে
নীরব বিহগ,
নিস্তরঙ্গ
নদীপ্রান্তে অরণ্যের নিবিড় ছায়া।
ঝিল্লিমন্দ্রে তন্দ্রাপূর্ণ জলস্থ;
শূন্যতল,
চরাচরে স্বপনের মায়া।
নির্জন হৃদয়ে মোর জাগিতেছে সেই মুখশশী॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের ৩২
বৎসর বয়সের রচনা।
[সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী/প্রভাতকুমার মুখোপাধ্যায়]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান
হাম্বীর। চৌতাল (বিলম্বিত)
সঘন বন বঙ্ক, রসাল তরাল বনবেলি ছায়ে
সাঁঝতরে বরখ গয়ে পাবস ঋতু কোকিলা রট॥
জুঁহি বেলি দল কি পত্নারেছাঁ ফুলকলি
সাঝে অলি নাহি গলি, ফেরত বন রাজা নট॥
শ্যাম শ্বেত অরুণ পিয়র ধন-ধনক সমান
লাগত কো দৈয়া তে যাত, চপলে ইযাত যাত,
বল বল যৈঁ হ্যো বঠৌর কে যাঁহা স্বপনে না আত।
কেওড়া কদম ফুলি তমাল ঢেগ সংকেত বট॥
গীতসূত্রসার ২]
দ্র: রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা
৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২৫-২৬
-
স্বরলিপিকার:
জ্যোতিরিন্দ্র নাথ ঠাকুর।
-
সুর ও তাল:
-
রাগ-হাম্বীর।
তাল-চৌতাল। স্বরবিতান-৩৫
-
রাগ : হাম্বীর। [রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান।
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৫]
-
রাগ: ইমন ভূপালী।
তাল: চৌতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৪৮।
-
রাগ : হাম্বীর।
তাল: চৌতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।
-
গ্রহস্বর-সা।
লয়-ঈষৎ দ্রুত।
-
ধ্রুপদাঙ্গ।