বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
শক্তিরূপ হেরো তাঁর
শক্তিরূপ হেরো তাঁর,
আনন্দিত,
অতন্দ্রিত,
ভূর্লোকে
ভূবর্লোকে-
বিশ্বকাজে,
চিত্তমাঝে
দিনে রাতে।
জাগো রে জাগো
জাগো
উৎসাহে উল্লাসে-
পরান বাঁধো রে
মরণহরণ
পরমশক্তি-সাথে
॥
শ্রান্তি
আলস
বিষাদ
বিলাস
দ্বিধা বিবাদ
দূর করো রে।
চলো রে- চলো
রে কল্যাণে,
চলো রে অভয়ে,
চলো রে
আলোকে,
চলো
বলে।
দুখ শোক পরিহরি
মিলো রে নিখিলে
নিখিলনাথে॥
-
পাণ্ডুলিপির পাঠ:
পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান: গানটির রচনকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
১৩১১
বঙ্গাব্দের
১১ই মাঘে অনুষ্ঠিত
৭৫তম মাঘোৎসব-গানটি প্রথম পরিবেশিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৩
বৎসর ৯ মাস।
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইমন-চৌতাল। পৃষ্ঠা: ৩৭৭-৩৭৮] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী ইমন-চৌতালা। পৃষ্ঠা: ৩৫২-৩৫৩ [নমুনা:
৩৫২,
৩৫৩ ]
-
গীতবিতান
-
প্রথম
খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা:
[নমুনা]
-
প্রথম
খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,
মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)।
পর্যায়: । উপবিভাগ:
।
পৃষ্ঠা:
[নমুনা]
-
অখণ্ড, তৃতীয়
সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পর্যায়: পূজা
৪৫৬।
উপবিভাগ:
বিবিধ-৮২।
পৃষ্ঠা: [নমুনা]
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ।
গান। পৃষ্ঠা:
১৫৫-১৫৬।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২
বঙ্গাব্দ)। ইমন-চৌতাল।।
কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের ২৫ সংখ্যক গান। পৃষ্ঠা
৬৭-৬৯।
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১১ বঙ্গাব্দ)। ইমন-চৌতাল। পৃষ্ঠা
১৮০।
-
সঙ্গীত
প্রকাশিকা (চৈত্র ১৩১১ বঙ্গাব্দ)। ইমন-চৌতাল। পৃষ্ঠা ১৩৭-৩৯।
-
পরিবেশনা:
১৩১১
বঙ্গাব্দের
৬ই মাঘ মহর্ষি দেবেন্দ্রনাথের মৃত্যু হয়। এই কারণে আদি ব্রাহ্মসমাজ এই বৎসরে
মাঘোৎসব না করার সিদ্ধান্ত গ্রহণ করে। শেষ পর্যন্ত যথারীতি ১১ই মাঘ এই উৎসবের
ব্যবস্থা করা হয়েছিল। এটি ছিল
৭৫তম
মাঘোৎসব।
- গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
-
ভাঙাগান: এটি একটি ভাঙা গান।
মূল গান :
ইমন-চৌতাল (মধ্যগতি)
সপ্ত সুর তিন গ্রাম
একই মূরছন
বাইশ শোরতমেঁ
উনপঞ্চাশ কোট তান সাধ নাদ
॥
আরোহী
অবরোহী আস্থায়ী সঞ্চাই ধরণ মূরণ্য
উঘট প্রঘট তিবর বা
নিখাত ॥
কণ্ঠভরণ বনাবে
সাঁচো পটরী
পঠাবে সুর সম্বাদ।
সর সর গগ রগ গরস পম
গগ রগ গর
সরগম
পধ নিধপ নিনি
ধধ পপ
সরগম পধ নিধপ
নিনি
ধধ পপ
গগরস সরগম পধ
পুরত সুরত মিটত বাদ
॥
-গুনসেন
সঙ্গীত মঞ্জরী
দ্র: রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ২৬
- স্বরলিপি: স্বরবিতান
২২। গান সংখ্যা ২২।[নমুনা]
- স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
- সুর
ও তাল:
- রাগ-ইমন।
তাল-চৌতাল।
-
রাগ:
ইমন ভূপালী। তাল:
চৌতাল।[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৭।
-
রাগ:
ইমন। তাল:
চৌতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত,
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা: ১৩৪।
- বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
- গ্রহস্বর:
সা।
- লয়:
মধ্য।