বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
তোমারি সেবক করো হে আজি হতে আমারে

পাঠ ও পাঠভেদ:

তোমারি সেবক করো হে আজি হতে আমারে

চিত্ত-মাঝে দিবারাত আদেশ তব দেহো নাথ,

তোমার কর্মে রাখো বিশ্বদুয়ারে

করো ছিন্ন মোহপাশ সকল লুব্ধ আশ,

লোকভয় দূর করি দাও দাও

রত রাখো কল্যাণে   নীরবে নিরভিমানে,

মগ্ন করো আনন্দরসধারে