বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
তোমারি সেবক করো
হে আজি হতে আমারে।
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর পাঠ:
পূজা:
১১৯
তোমারি সেবক করো
হে আজি হতে আমারে।
চিত্ত-মাঝে
দিবারাত আদেশ তব দেহো নাথ,
তোমার কর্মে
রাখো বিশ্বদুয়ারে॥
করো ছিন্ন
মোহপাশ সকল লুব্ধ আশ,
লোকভয় দূর করি
দাও দাও।
রত রাখো কল্যাণে
নীরবে নিরভিমানে,
মগ্ন করো
আনন্দরসধারে॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার,
২৪
জানুয়ারি
১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও
সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত
হয়েছিল। এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি
২২টি গান এই উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে
পরিবেশিত হয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ)।
রাগিণী ছায়ানট-
তাল
চৌতাল,
পৃষ্ঠা:
২৭৯] [নমুনা]
-
দশম খণ্ড
(ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬
খ্রিষ্টাব্দ),
ধর্ম্মসঙ্গীত, পৃষ্ঠা: ২৯১-৯২। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি,
১৩১৫ বঙ্গাব্দ । ব্রহ্মসঙ্গীত,
রাগিণী ছায়ানট-তাল
চৌতাল, পৃষ্ঠা:
৩২১। [নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ) ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী ছায়ানট-তাল
চৌতালা।
পৃষ্ঠা: ৩২০। [নমুনা:
৩২০]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২২৫] [নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
(বিশ্বভারতী, মাঘ ১৩৪৮),
পর্যায়:
পূজা,
উপবিভাগ: প্রার্থনা
২৮, পৃষ্ঠা: ৫১।
[নমুনা]
-
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০),
পূজা ১১৯,
উপ-বিভাগ :
প্রার্থনা
২৮ পৃষ্ঠা: ৫৪।
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ)], গান, পৃষ্ঠা: ১৭৬।
[নমুনা]
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২), ২৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৬২-৬৩।[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩০৬ বঙ্গাব্দ)।
ছায়ানট-চৌতাল।
পৃষ্ঠা ১৮৭। [নমুনা]
-
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা
(আষাঢ় ১৩০৯
বঙ্গাব্দ)।
কালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।১
-
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র
পাওয়া যায় নি।
-
প্রকাশের
কালানুক্রম:
১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
সায়ংকালীন
উপাসনায় এই গানটি প্রথম পরিবেশিত হয়
।
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩১০),
কাব্যগ্রন্থ দশম খণ্ড
(১৩২৩),
গান প্রথম সংস্করণ (১৩১৫),
গান দ্বিতীয় সংস্করণ
(১৩১৬) ও
ধর্ম্মসঙ্গীত (১৩২১),
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
- গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা, পর্যায়ের
উপবিভাগ: প্রার্থনা হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১১৯ সংখ্যক গান হিসেবে
অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ
১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- সূত্র :
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ড (মাঘ ১৪১২), পৃষ্ঠা ১৪৪।