বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
গরব মম হরেছ,
প্রভু, দিয়েছ বহু লাজ।
পাঠ ও পাঠভেদ:
গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
তোমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি,
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে-
নিজেরে তব চরণ ’পরে সঁপি নি রাজরাজ !
তোমারে চেয়ে দিবসযামী আমারি পানে তাকাই আমি-
তোমারে চোখে দেখি নে, স্বামী তব মহিমামাঝ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 426 (ii)] [নমুনা]
তথ্যানুসন্ধান
RBVBMS 426 (ii)
পাণ্ডুলিপিতে লিখিত গানটির নিচে
রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-
'২২শে
জ্যৈষ্ঠ/১৩১১। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
[৪৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের ৪৩ বৎসর ২ মাস বয়সের রচনা।
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (আশ্বিন ১৩১১ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীতত। দেশমল্লার-তেওরা।
গান, ব্রহ্মসঙ্গীত। (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩৪৫।
গীতবিতান
গীতবিতানের পূজা (উপ-বিভাগ : বিবিধ-১১৮) পর্যায়ের ৪৯৩ সংখ্যক গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ (১১ মাঘ ১৩১২ বঙ্গাব্দ)। দেশমল্লার-ধামার। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান দ্বাবিংশ (২২) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা ২৫-২৭।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২৬ শকাব্দ ১৩১১ বঙ্গাব্দ)। দেশমল্লার-ধামার। পৃষ্ঠা ১৮১।
সঙ্গীত প্রকাশিকা (বৈশাখ ১৩১২ বঙ্গাব্দ)। দেশমল্লার-তেওরা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি- সহ মুদ্রিত হয়েছিল। পৃষ্ঠা ১৬২-৬৪।
পরিবেশনা: গানটি ১৩১১ বঙ্গাব্দের মাঘোৎসবে প্রথম গীত হয়েছিল
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন। স্বরবিতান-২২, ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ।
সুর ও তাল:
রাগ-দেশ। তাল-ধামার। স্বরবিতান-২২
রাগ-দেশ। তাল-তেওরা। কাব্যগ্রন্থ
রাগ-দেশমল্লার। তাল-ধামার। ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-২, সঙ্গীত প্রকাশিকা
রাগ : দেশ। তাল: ধামার/তেওরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] পৃষ্ঠা: ৪৮।
রাগ : দেশ। তাল: ধামার [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।
গ্রহস্বর-রা। লয়-ঈষৎ দ্রুত।
ব্রহ্মসঙ্গীত। ধ্রুপদাঙ্গ।