বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
পাঠ ও পাঠভেদ:
     গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
     কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
তোমারে আমি পেয়েছি বলি  মনে মনে যে মনেরে ছলি,
    ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
    কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
জানি নে, নাথ, আমার  ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে-
    নিজেরে তব চরণ ’পরে সঁপি নি রাজরাজ !
তোমারে চেয়ে দিবসযামী  আমারি পানে তাকাই আমি-
তোমারে চোখে দেখি নে, স্বামী তব মহিমামাঝ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥