বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: গরব মম হরেছ,
প্রভু, দিয়েছ বহু লাজ।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
গরব মম হরেছ,
প্রভু, দিয়েছ বহু লাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ
॥
তোমারে আমি
পেয়েছি বলি
মনে মনে যে মনেরে ছলি,
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
কেমনে
মুখ সমুখে তব তুলিব আমি আজ
॥
জানি নে,
নাথ,
আমার
ঘরে ঠাঁই কোথা যে তোমারি তরে-
নিজেরে তব চরণ ’পরে সঁপি নি রাজরাজ !
তোমারে চেয়ে
দিবসযামী
আমারি পানে তাকাই আমি-
তোমারে চোখে
দেখি নে,
স্বামী তব মহিমামাঝ।
কেমনে মুখ সমুখে
তব তুলিব আমি আজ
॥
-
পাণ্ডুলিপির
পাঠ:
[RBVBMS
426 (ii)] [নমুনা]
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
RBVBMS 426 (ii)
পাণ্ডুলিপিতে লিখিত গানটির নিচে
রচনার স্থান ও তারিখ উল্লেখ আছে-
'২২শে
জ্যৈষ্ঠ/১৩১১। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস।
[৪৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
উল্লেখ্য, গ্রীষ্মের ছুটির পর ১৫ জ্যৈষ্ঠ (শনিবার ২৮ মে) তারিখে পুনরায়
বিদ্যালয় খুলবে। এই উপলক্ষে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আসেন। ২০ জ্যৈষ্ঠ থকে ২৬
জ্যৈষ্ঠ পর্যন্ত রবীন্দ্রনাথ মোট ছয়টি গান রচনা করেন। আলোচ্য গানটি রচিত
হয়েছিল ২২শে
জ্যৈষ্ঠ।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
২৫
জ্যৈষ্ঠ ১৩১১ বঙ্গাব্দ। শান্তিনিকেতন।
রবীন্দ্রনাথের ৪৩ বৎসর
২ মাস বয়সের রচনা।
- খ .
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২৬
শকাব্দ ১৩১১ বঙ্গাব্দ)। দেশমল্লার-ধামার। পৃষ্ঠা ১৮১।
-
সঙ্গীত প্রকাশিকা (বৈশাখ ১৩১২
বঙ্গাব্দ)। দেশমল্লার-তেওরা। কাঙ্গালীচরণ সেন-কৃত
স্বরলিপি- সহ মুদ্রিত
হয়েছিল। পৃষ্ঠা ১৬২-৬৪।
-
পরিবেশনা:
গানটি ১৩১১ বঙ্গাব্দের
মাঘোৎসবে প্রথম গীত হয়েছিল
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন। স্বরবিতান-২২,
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি দ্বিতীয় ভাগ।
-
সুর ও তাল:
-
রাগ-দেশ। তাল-ধামার।
স্বরবিতান-২২
-
রাগ-দেশ। তাল-তেওরা।
কাব্যগ্রন্থ
-
রাগ-দেশমল্লার। তাল-ধামার।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-২,
সঙ্গীত প্রকাশিকা
-
রাগ : দেশ।
তাল: ধামার/তেওরা
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৪৮।
-
রাগ : দেশ।
তাল: ধামার
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী,
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৭।
-
গ্রহস্বর-রা।
লয়-ঈষৎ দ্রুত।
-
ব্রহ্মসঙ্গীত।
ধ্রুপদাঙ্গ।