বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
ভক্ত
করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
ভক্ত
করিছে প্রভুর চরণে জীবনসমর্পণ-
ওরে দীন,
তুই
জোড়কর করি কর্ তাহা দরশন
॥
মিলনের ধারা
পড়িতেছে ঝরি,
বহিয়া যেতেছে অমৃতলহরী,
ভূতলে মাথাটি রাখিয়া লহো রে শুভাশিস্-বরিষণ
॥
ওই-যে আলোক পড়িছে তাঁহার উদার ললাটদেশে,
সেথা হতে তারি একটি রশ্মি পড়ুক মাথায় এসে।
চারি দিকে তাঁর
শান্তিসাগর স্থির হয়ে আছে ভরি চরাচর-
ক্ষণকাল-তরে দাঁড়াও রে তীরে,
শান্ত করো রে মন
॥
-
পাণ্ডুলিপির
পাঠ: পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল
ও স্থান:
রবীন্দ্রনাথ নৈবেদ্যের কবিতা বা গানগুলো
পৌষ
১৩০৮
বঙ্গাব্দের কিছু আগে রচনা করেন। কিন্তু
১৩১১ সালে মহর্ষি
দেবেন্দ্রনাথ
ঠাকুরের জন্মদিনে
রবীন্দ্রনাথ
কবিতাটিতে সুরারোপ করে গানে পরিণত করেন। এই বিচারে এই গানের বাণী অংশ ৪০ বৎসরে
রচনা হলেও- গান হিসাবে এর রচনাকাল ৪৩ বৎসর।
[রবীন্দ্রনাথের
৪০ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী
[ফাল্গুন
১৮২৪ শকাব্দ, ১৩০৯
বঙ্গাব্দ।
ইমন-ভূপালী। পৃষ্ঠা ১২৭]
- রেকর্ড:
পাওয়া যায় নি।
- প্রকাশের কালানুক্রম :
১৩০৮
বঙ্গাব্দের আষাঢ় মাসে গানটি
নৈবেদ্য
কাব্যগ্রন্থের
প্রথম সংস্করণ
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল পত্রিকা ও গ্রন্থাদিতে স্থান
পেয়েছিল, সেগুলো হলো-
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন
১৩০৯
বঙ্গাব্দ'
সংখ্যা,
কাব্যগ্রন্থ
ষষ্ঠ খণ্ড (১৩১০ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
সপ্তম খণ্ড
( ১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণে
১৩০৮ বঙ্গাব্দে প্রকাশিত 'নৈবেদ্য'
থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
সাধক
উপবিভাগের দ্বিতী গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩০১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
গানটির স্বরলিপি নাই