বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ: 
পূজা:
	৪৯৪
	
		
      
ভয় হয় পাছে তব নামে আমি আমারে করি প্রচার হে।
      
মোহবশে পাছে ঘিরে আমায়  তব নামগান-অহঙ্কার হে 
॥
তোমার কাছে 
কিছু নাহি তো লুকানো,
অন্তরের কথা তুমি সব জানো—
      
আমি কত দীন,
আমি কত হীন,
কেহ নাহি জানে আর হে 
॥
ক্ষুদ্র কণ্ঠে 
যবে উঠে তব নাম বিশ্ব শুনে তোমায় করে গো প্রণাম—
      
তাই আমার 
পাছে জাগে অভিমান,  
গ্রাসে আমায় আঁধার হে,
পাছে প্রতারণা 
করি আপনারে  তোমার আসনে বসাই আমারে—
      
রাখো 
মোহ হতে,
রাখো তম হতে,
রাখো রাখো বারবার হে 
॥
		
	
	- পাণ্ডুলিপির 
	পাঠ: 
	রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় 
	নি। 
- 
তথ্যানুসন্ধান
		- 	ক. রচনাকাল ও স্থান:   গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
	১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
	
	সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটিসহ ২৬টি 
		নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান উপলক্ষে 
		এই গানগুলো রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
 [রবীন্দ্রনাথের 
		২৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
- 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- 
	
	গ্রন্থ:
	 
- 
	
পত্রিকা:
	- 
	
	তত্ত্ববোধিনী (ফাল্গুন 
১৮০৮ শকাব্দ ১২৯৩ বঙ্গাব্দ)। 
	ভৈঁরো-একতাল। পৃষ্ঠা ২১৪-২১৫। 
	[নমুনা]
 
 
- 
	
পরিবেশনা:  ১১ মাঘ ১২৯৩ 
বঙ্গাব্দ 
শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে 
	সপ্তপঞ্চাশ সাংবৎসরিক 
	মাঘোৎসব উপলক্ষে 
আয়োজিত অনুষ্ঠানের প্রাতঃকালীন অধিবেশনে গানটি প্রথম
পরিবেশিত হয়েছিল।
 
 
- 
	
	গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
	
	
		- 
সুর ও তাল:
		
	
		
		- রাগ: ভৈরব। স্বরলিপি নেই
		
		[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, 
		ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৭০
- রাগ: ভৈরব। তাল:  একতাল। 
		স্বরলিপি নেই
		
		[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার 
		চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১২৩]