বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম:  তোমারে 
		জানি নে হে,   তবু মন তোমাতে ধায়।
পাঠ ও পাঠভেদ:
৪৮
তোমারে জানি নে হে, তবু মন তোমাতে ধায়।
তোমারে না জেনে বিশ্ব তবু তোমাতে বিরাম পায়॥
অসীম সৌন্দর্য তব কে করেছে অনুভব হে,
সে মাধুরী চিরনব-
আমি না জেনে প্রাণ সঁপেছি তোমায়॥
তুমি জ্যোতির জ্যোতি, আমি অন্ধ আঁধারে।
তুমি মুক্ত মহীয়ান, আমি মগ্ন পাথারে।
তুমি অন্তহীন, আমি ক্ষুদ্র দীন-কী অপূর্ব মিলন তোমায় আমায়।
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
	
		ক. 
			রচনাকাল ও স্থান:   গানটির 
	রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
	১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
	
	সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটিসহ ২৬টি 
	নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান উপলক্ষে এই 
	গানগুলো রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
	
	        
	[রবীন্দ্রনাথের 
	২৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
 
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্য-গ্রন্থ , অষ্টমভাগ ( মজুমদার লাইব্রেরি। ১৩১০ বঙ্গাব্দ), ব্রহ্মসঙ্গীত। পৃষ্ঠা: ২১৭ [নমুনা]
কাব্য-গ্রন্থ , দশমভাগ ( ইন্ডিয়ান প্রেস। ১৩২৩ বঙ্গাব্দ), ধর্ম্ম-সঙ্গীত। পৃষ্ঠা: ২৫৫ [নমুনা]
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী ভৈরবী-তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫৯। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১৩০০ বঙ্গাব্দ)।
স্বরবিতান অষ্টম (৮) খণ্ডের ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা : ৪১-৪২।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯৩)। ভৈরবী-ঝাঁপতাল। পৃষ্ঠা: ২১৪। [নমুনা]
স্বরলিপি:
স্বরলিপিকার:
রাগ-ভৈরবী। তাল-ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৫৭ ।
রাগ-ভৈরবী। তাল-ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা: ১০০।