বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
 তোমারে জানি নে হে,   তবু মন তোমাতে ধায়।
পাঠ ও পাঠভেদ:
তোমারে জানি নে হে,   তবু মন তোমাতে ধায়।
তোমারে না জেনে বিশ্ব   তবু  তোমাতে বিরাম পায় ॥
অসীম সৌন্দর্য তব   কে করেছে অনুভব হে,
            সে মাধুরী চিরনব-
আমি      না জেনে প্রাণ সঁপেছি তোমায়॥
তুমি জ্যোতির জ্যোতি,   আমি অন্ধ আঁধারে।
তুমি মুক্ত মহীয়ান,    আমি মগ্ন পাথারে।
তুমি অন্তহীন,  আমি ক্ষুদ্র দীন-কী অপূর্ব মিলন  তোমায় আমায়।