বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
দেবাধিদেব মহাদেব
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
দেবাধিদেব মহাদেব !
অসীম সম্পদ,
অসীম মহিমা
॥
মহাসভা তব,
অনন্ত আকাশে।
কোটি কণ্ঠ গাহে
জয় জয় জয় হে
॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটিসহ ২৬টি
নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান উপলক্ষে
এই গানগুলো রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত।
দেওগিরি-সুরফাঁকতাল।
পৃষ্ঠা: ৪৬০][নমুনা]
-
গান
-
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।]
ব্রহ্মসঙ্গীত। দেওগিরি-সুরফাঁকতাল।
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ) ]।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী দেওগিরি-তাল সুরফাঁকতাল। পৃষ্ঠা: ২৯১-২৯২]
[নমুনা]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি ব্রাহ্মসমাজ
প্রতিভা, ১৩০০] গান সংখ্যা ৩৬৮। দেওগিরি-সুরফাঁকতাল।
পৃষ্ঠা: ৩৬৬ [নমুনা]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮।
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৫৭]
[নমুনা]
-
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ৫১১।
উপবিভাগ: বিবিধ: ১৩৫।
-
ধর্ম্মসঙ্গীত
(ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
-
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি তৃতীয় ভাগ (মকর সংক্রান্তি ১৩১৩ বঙ্গাব্দ)।
দেওগিরি-সুরফাঁক্তা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী
(হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। গান সংখ্যা: ৩৬৮। দেওগিরি-সুরফাঁক্তা। পৃষ্ঠা: ১০৪৪
[নমুনা]
-
স্বরবিতান ত্রয়োবিংশ
(২৩) খণ্ডের ৯ম গান। পৃষ্ঠা ২৮।
[নমুনা]
-
পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৮০৮ শকাব্দ ১২৯৩
বঙ্গাব্দ)।
দেওগিরি-সুরফাঁকতাল। পৃষ্ঠা: ২১৪।
[নমুনা]
- পরিবেশনা: ১১ মাঘ ১২৯৩
বঙ্গাব্দ
শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবৎসরিক
মাঘোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রাতঃকালীন অধিবেশনে গানটি
প্রথম পরিবেশিত হয়েছিল।
-
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
ভাঙা গান:
এটি একটি ভাঙা গান।
মূল গান :
দেওগিরি। সুরফাঁকতাল (মধ্যগতি)
দেবনদেব মহাদেব
ত্রিশূল, খপ্পর ডমরু লিয়ে
॥
বৃখববাহন, অঙ্গেবিভূতি, গরে রণ্ডমালা,
চন্দ্রমুণ্ড ললাট রি
॥
গীতসূত্রসার ২
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা,
৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৩০।
দ্র:
রবীন্দ্রসংগীতের
ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী চৗধুরানী। গান সংখ্যা-১১৪।
- স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
-
সুর ও তাল:
-
রাগ-দেওগিরি। তাল-সুরফাঁকতাল। স্বরবিতান-২৩, তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮০৮ শকাব্দ ১২৯৩
বঙ্গাব্দ)।
- রাগ: দেবগিরি-বিলাবল। তাল: (সুরফাঁকতাল
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬০
- রাগ: বিলাবল (দেবগিরি?)। তাল:(
সুরফাঁক্তাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৪]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ।
-
গ্রহস্বর: গা।
-
লয়: ঈষৎ দ্রুত।