বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।
চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না।
সংসারগহনে নির্ভয়নির্ভর,নির্জনসজনে সঙ্গে রহো ॥
অধনের হও ধন, অনাথের নাথ হও হে,অবলের বল।
জরাভারাতুরে নবীন করো ওহে সুধাসাগর ॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
- ক.
রচনাকাল ও স্থান: সুনির্দিষ্টভাবে রচনাকাল পাওয়া যায় না।
ধারণা করা হয়- গানটি ১৩০৫
বঙ্গাব্দের
১১ মাঘ
৬৯তম মাঘোৎসবে
উপলক্ষে রচিত হয়েছিল।
এই সময়
রবীন্দ্রনাথের
বয়স ছিল ৩৭ বৎসর ৯ মাস।
[৩৭ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
উল্লেখ্য,
রথীন্দ্রনাথ তাঁর
'পিতৃস্মৃতি' গ্রন্থে- লিখেছেন-
"তাঁর [অমলা দাস, চিত্তরঞ্জন দাসের ভাগিনী এবং মৃণালিনী
দেবীর সুহৃদ]
গান গাইবার ক্ষমতার পরিচয় পেয়ে বাবা তাঁকে রাধিকা গোস্বমীর কাছে হিন্দি গান
শিখতে দিলেন। অল্পদিনেই ওস্তাদি গান অনেক শিখে নিলেন। অমলাদিদির গলা যেমন অনায়াসে
খাদে খেলত তেমনি চড়াতে উঠত। তাঁর গলার উপযোগী গান
বাবা রচনা করতে লাগলেন। অমলাদিদি
গাইবেন বলে যে গানগুলি তখন বাঁধা হয়েছিল তার
মধ্যে একটা দুটো মনে পড়ে, যেমন-
চির সখা, ছেড়ো না মোরে
এ পরবাসে রবে কে হায়
[পূজা-৪৩৫]
[তথ্য]
কে বসিলে
আজি হৃদয়াসনে ভুবনেশ্বর
প্রভু [পূজা-৪৪৬]
[তথ্য]
আমার অনুমান এই গানগুলির সুর রাধিকাবাবুর কাছ থেকে বাবা নিয়েছিলেন। অমলাদিদি আসবার
পর সান্ধ্য-মজলিসে তাঁকেই বেশি গাইতে হত।
[পিতৃস্মৃতি। রথীন্দ্রনাথ ঠাকুর।
(জিজ্ঞাসা পাবলিকেশন, ১৩৯৫।)
পৃষ্ঠা : ১৬]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[মজুমদার লাইব্রেরি, ১৩১০ বঙ্গাব্দ। রাগিণী বেহাগ-তাল কাওয়ালি। পৃষ্ঠা:
২৭৪-২৭৫।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
দশম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা: ২৯১।
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস ১৯০৮ খ্রিষ্টাব্দ, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বেহাগ-তাল কাওয়ালি। পৃষ্ঠা ৩১৭]
[নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী বেহাগ-তাল কাওয়ালি।
পৃষ্ঠা: ৩১৮। [নমুনা:
৩১৮]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২২২]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী,মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। পূজা,
বিবিধ ৪১। পৃষ্ঠা ১৬৬]
[নমুনা]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা : ৪১৩। উপবিভাগ:
বিবিধ-৪১
- ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। গান। পৃষ্ঠা: ১৭৬।
[নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
গৌরী-পূরবী-একতালা।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২) ৪৪ সংখ্যক গান। পৃষ্ঠা ১০৩-১০৪। সুরান্তর পৃষ্ঠা:
১০৪- ১০৫।
[নমুনা]
[সুরান্তর]
-
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৫ বঙ্গাব্দ)। বেহাগ-কাওয়ালি। পৃষ্ঠা ১৯৫-৯৬।
[নমুনা]
- পরিবেশনা: ১৩০৫ বঙ্গাব্দের ১১ মাঘ [২৪ জানুয়ারি ১৮৮৯ তারিখ]
একোনসপ্ততিতম (৬৯)
সাংবৎসরিক মাঘোৎসব
অনুষ্ঠিত হয়েছিল। এই
উৎসবে এই গানটি প্রথম পরিবেশিত হয়েছিল।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা
গান: এটি একটি ভাঙা গান। তবে মূল গানের
সন্ধান পাওয়া যায় নাই।
-
স্বরলিপি:
[নমুনা:
মূল স্বরলিপি] [সুরান্তরের
স্বরলিপি]
- স্বরলিপিকার: কাঙ্গলীচরণ সেন-কৃত স্বরলিপিটির
সুর ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ ও স্বরবিতান-৪'এর
চৈত্র-১৩৪৬ সংস্করণে একই ছিল। বর্তমানে স্বরবিতান-৪'এ
গৃহীত সুরটি সম্পাদিত। এ সম্পর্কে
স্বরবিতান-৪'এর
১২৫ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে- 'চির সখা, ছেড়ো না মোরে'
গানটি
রবীন্দ্রনাথের নিকট শিখিয়া অমলা দাশ যে ভাবে রেকর্ডে গাহিয়াছেন উক্ত গানের (৪৪ সংখ্যক) প্রথম
স্বরলিপিতে তাহারই অনুসরণ করা হইয়াছে। ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি প্রথম খণ্ডে এই গানের যে
স্বরলিপি প্রকাশিত হইয়াছিল,
উহার সম্পাদিত পাঠ দ্বিতীয় স্বরলিপিরূপ সংকলিত,
এই স্বরলিপি সম্পাদনায় রমেশচন্দ্র বন্দোপাধ্যায়ের সহযোগিতায় পাওয়া গিয়াছে।'
দ্রষ্টব্য
স্বরবিতান-৪,
আষাঢ়
১৩৮৯,
১৯০৪ শকাব্দ।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
- সুর ও
তাল:
-
প্রথম
স্বরলিপি : রাগ-বেহাগ। তাল-ত্রিতাল। [
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
-
দ্বিতীয়
স্বরলিপি : রাগ-বেহাগ। তাল-ত্রিতাল। স্বরবিতান-৪'এর
১০৫ পৃষ্ঠার পাদটীকায় উল্লেখ আছে- গানটি ঢালা ভাবে গাওয়া।'
-
রাগ: বেহাগ।
অঙ্গ: টপ্পা: তাল: ত্রিতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।]
পৃষ্ঠা: ৫০।
-
রাগ: বেহাগড়া,
মহীশূরী। তাল:
ত্রিতাল, ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৯০।
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
-
গ্রহস্বর:
-
গা। [মূল স্বরলিপি]
-
সা। [সুরান্তর]