৩৭ বৎসর অতিক্রান্ত বয়স
২৫ বৈশাখ ১৩০৫ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩০৬ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৮৯৮- ৬ মে ১৮৯৯ খ্রিষ্টাব্দ)
    ১৩০৫ বঙ্গাব্দের 
১১ মাঘ [২৪ 
জানুয়ারি 
	১৮৮৯ তারিখ]। একোনসপ্ততিতম (৬৯)
	
	 সাংবৎসরিক মাঘোৎসব 
	 অনুষ্ঠিত 
হয়েছিল। এই উৎসবে রবীন্দ্রনাথের রচিত মোট ১০টি  গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে 
'নয়ন 
তোমারে পায় না দেখিতে', 
'মধুর রূপে 
বিরাজ হে বিশ্বরাজ 
	' ও ' 
	মাঝে মাঝে তব দেখা 
	পাই' 'ওহে,
	
	জীবনবল্লভ,
	
	ওহে সাধনদুর্লভ' 
গান ৪টি পূর্বে রচিত। বাকি ৬টি গান এই উৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। এই 
গানগুলি হলো—
	
     ১.বিমল 
	আনন্দে 
	জাগো রে [পূজা-২৮৩]
	[তথ্য]
	     ২. 
পিপাসা হায় নাহি মিটিল নাহি মিটিল [পূজা-৪৪১] [তথ্য]
     
৩. তুমি কাছে নাই বলে 
[পূজা ও প্রার্থনা ৬৬] [তথ্য]
     ৪. দিন 
ফুরালো হে সংসারী [পূজা-৫১২] [তথ্য]
     ৫.
চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না 
[পূজা-৪১৩] [তথ্য]
	     ৬.  হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল [পূজা-৩৩১] 
		[তথ্য]