বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তুমি
কাছে নাই ব’লে হেরো, সখা, তাই
পাঠ ও পাঠভেদ:
তুমি কাছে নাই ব’লে হেরো, সখা, তাই
‘আমি বড়ো’ ‘আমি বড়ো’ বলিছে সবাই।
(সবাই বড়ো হল হে।
সবার বড়ো কাছে নেই ব’লে সবাই বড়ো হল হে।
তোমায় দেখি নে ব’লে তোমায় পাই নে ব’লে,
সবাই বড়ো হল হে।)
নাথ, তুমি একবার এসো হাসিমুখে,
এরা ম্লান হয়ে যাক তোমার সম্মুখে।
(লাজে ম্লান হোক হে।
আমারে যারা ভুলায়েছিল লাজে ম্লান হোক হে।
তোমারে যারা ঢেকেছিল লাজে ম্লান হোক হে।)
কোথা তব প্রেমমুখ, বিশ্ব-ঘেরা হাসি-
আমারে তোমার মাঝে করো গো উদাসী।
(উদাস করো হে, তোমার প্রেমে-
তোমার মধুর রূপে উদাস করো হে।)
ক্ষুদ্র আমি করিতেছে বড়ো অহঙ্কার-
ভাঙো ভাঙো ভাঙো, নাথ, অভিমান তার।
(অভিমান চূর্ণ করো হে।
তোমার পদতলে মান চূর্ণ করো হে-
পদানত ক’রে মান চূর্ণ করো হে।)
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
- পাঠভেদ:
তথ্যানুসন্ধান
। [নমুনা: ৩১৮, ৩১৯]
ক. রচনাকাল ও স্থান: সুনির্দিষ্টভাবে রচনাকাল পাওয়া যায় না। ধারণা করা হয়- গানটি ১৩০৫ বঙ্গাব্দের ১১ মাঘ ৬৯তম মাঘোৎসবে উপলক্ষে রচিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৭ বৎসর ৯ মাস।
[৩৭ বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কড়ি ও কোমল (আদি ব্রাহ্মসমাজ যন্ত্র ১২৯৩)
কাব্যগ্রন্থ দ্বিতীয় খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২২)
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। কড়ি ও কোমল। শিরোনাম প্রার্থনা। পৃষ্ঠা: ১৩৮] [নমুনা]
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। কীর্ত্তন। পৃষ্ঠা: ৩১৮-৩১৯
গীতবিতান
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
প্রথম খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ও প্রার্থনা পর্যায়ের ৬৬ ।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি পাওয়া যায় নি নাই।
সুর ও তাল:
অঙ্গ: কী্রতন। স্বরলিপি নেই [[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৫৪]।
অঙ্গ: কী্রতন। স্বরলিপি নেই [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৯৬।