মাঘোৎসব ৬৯
    
    মঙ্গলবার ১১ মাঘ ১৩০৫ 
	বঙ্গাব্দ, [২৪ 
জানুয়ারি 
	১৮৮৯ তারিখ]
এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১০টি ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হয়েছিল। এই গানগুলো হলো—
    ১. 
	
	বিমল 
	আনন্দে 
	জাগো রে [পূজা-২৮৩]
	[তথ্য]
	২. 
	পিপাসা হায় নাহি মিটিল,
	নাহি মিটিল [পূজা-৪৪১]
	[তথ্য]
	৩. 
	তুমি 
	কাছে নাই ব'লে [পূজা ও প্রার্থনা ৬৬] [তথ্য]
	৪. 
	নয়ন তোমারে পায় না দেখিতে 
	[পূজা-৪৮৭, পূজা ও 
	প্রার্থনা-৬৭]
	
	[তথ্য]
	৫. 
	দিন ফুরালো হে সংসার 
	[পূজা-৫১২] 
	
	[তথ্য]
	৬. 
	মধুর রূপে বিরাজ হে 
	বিশ্বরাজ [পূজা-৫৪৪] 
	[তথ্য]
	৭. 
	চিরসখা,
	
	ছেড়ো না মোরে ছেড়ো না [পূজা-৪১৩]
	[তথ্য]
	৮. মাঝে 
	মাঝে তব দেখা পাই। [পূজা-৩৯৪,
	পূজা ও প্রার্থনা-৬৮]
	[তথ্য]
	
	৯. হৃদয়বাসনা পূর্ণ হল আজি মম পূর্ণ হল [পূজা-৩৩১]
	[তথ্য]
	১০. 
	ওহে,
	
	জীবনবল্লভ,
	
	ওহে সাধনদুর্লভ 
	[পূজা-৪৮০, পূজা ও 
	প্রার্থনা -৬৯]
	[তথ্য]