বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: পিপাসা হায় নাহি মিটিল, নাহি মিটিল
পিপাসা হায় নাহি মিটিল,নাহি মিটিল ॥
গরলরসপানে জরজরপরানে
মিনতি করি হে করজোড়ে,
জুড়াও সংসারদাহ তব প্রেমের অমৃতে ॥
- পাণ্ডুলিপির পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান: এটি একটি ভাঙা গান।
মূল গান :
ভৈরবী। ত্রিতাল
সৈঁয়া
জাঁউ-জাঁউ নহি বোলেঙ্গি
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস।
পৃষ্ঠা ৯১-৯২।
-
স্বরলিপিকার:
কালীচরণ সেন।
-
সুর ও তাল:
-
রাগ-ভৈরবী।
তাল-ত্রিতাল।
স্বরবিতান-২৫
-
রাগ-ভৈরবী।
তাল-কাওয়ালি।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৫ম ভাগ।
-
গানটি অনেকে
গানটি ঢালাভাবে গেয়ে থাকেন।
সাধারণভাবে রাবীন্দ্রিক টপ্পা হিসাবে পরিচিত।
-
রাগ: ভৈরবী। অঙ্গ: টপ্পা।
তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস,
ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৪]
-
রাগ: ভৈরবী।
তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১২ ]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ: টপ্পা
-
গ্রহস্বর-সা