বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সকাতরে ওই কাঁদিছে সকলে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা ও প্রার্থনা : ১৮
সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা॥
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা- কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা॥
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে-
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে॥
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে॥
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে-
তোমারে দাও, আশা পূরাও, তুমি এসো কাছে॥
- পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
-
পাঠভেদ:
কাঁদে তখন
আকুল-মন :
রবিচ্ছায়া (বৈশাখ ১২৯২)
কাঁদে তখন আপন-মন :
গীতবিতান
(আশ্বিন ১৩৩৮)
-
তথ্যানুসন্ধান
- ক. রচনাকাল ও স্থান:
-
. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ]। ব্রহ্মসঙ্গীত।
-
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ) ।
ব্রহ্মসঙ্গীত। দক্ষিণী সুর-তাল একতালা। পৃষ্ঠা:
৩০৫-৩০৬। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০]।
পৃষ্ঠা: ১৪৯-১৫০। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড,
প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
কাব্য-গ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা: ১৪১-১৪২]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
প্রথম
খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
- অখণ্ড , তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: পূজা ও প্রার্থনা ১৮, পৃষ্ঠা: । [নমুনা]
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১]।
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
রবিচ্ছায়া (সাধারণ
ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯২ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। কর্ণাটি ভজন - একতালা।
পৃষ্ঠা: ১২৩-১২৪।
[নমুনা: প্রথমাংশ,
শেষাংশ]
-
রবীন্দ্রগ্রন্থাবলী [হিতবাদী (১৩১১ বঙ্গাব্দ)। দক্ষিণী
সুর-তাল একতালা। গান সংখ্যা: ৩২৯। পৃষ্ঠা: ১০৩৬
[নমুনা]
-
স্বরবিতান
অষ্টম (৮) (বিশ্বভারতী,
মাঘ ১৪১৫
খণ্ডের ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা : ৩০-৩৩।
[নমুনা]
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১২৯০)।
-
রেকর্ডসূত্র:
- প্রকাশের
কালানুক্রম:
-
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- ভাঙা গান: এটি একটি
ভাঙা গান।
মূল গান: কানাড়া
চারিবর্ষ পুর্যন্ত আজু পাসুন
কন্দ্রাদান্স গো তুজ্ কড়ে।
কাজরি তু জাতোরে জ্বাল্যারে
বিসর্গ মাই কড়ে॥
-
স্বরলিপি:
[স্বরলিপি]
-
সুর
ও
তাল:
-
স্বরবিতান
অষ্টম (৮) খণ্ডে (বিশ্বভারতী,
মাঘ ১৪১৫)
গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের নাম হিসেবে উল্লেখ রয়েছে কর্ণাটি
ভজন ও একতাল।
-
রাগ : কর্ণাটি
ভজন। তাল : একতাল[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],
পৃষ্ঠা: ৭৯।
-
রাগ: কর্ণাটি ভজন।
তাল: একতাল ।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ
রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১],
পৃষ্ঠা:
১৩৮।
-
বিষয়াঙ্গ:
-
সুরাঙ্গ:
-
গ্রহস্বর:
সা।
-
লয়: